বড়দের নতুন জামার গলার ডিজাইন কাটিং ও সেলাই 2024

জামার গলার ডিজাইন
গলার ডিজাইন

আসসালামু আলাইকুম।

এই গলার ডিজাইনটা তৈরী করতে প্রায় 30 মিনিটের মত সময় লেগেছে।এই গলার ডিজাইনটা আপনারা বোট গলাতেও তৈরী করতে পারেন।এই ডিজাইনটা তৈরী করা হয়েছে ইউটিবে শেয়ার করার জন্য।ডিজাইনটা  কিভাবে তৈরী করা হয়েছে নিছে সম্পুর্ন ভিডিওটা দেওয়া আছে।জামার গলার ডিজাইনের মাধ্যমে এই ধরনের ডিজাইন গুলু বর্তমানে অনেক জনপ্রিয়।অন্যান্য ডিজাইনের থেকে এই ধরনের ডিজাইন গুলু তৈরী করতে সময়ও অনেক কম লাগে। এই ডিজাইন গুলু সাধারণত সুতি কাপড়ের জামা গুলুতে তৈরী করা হয়ে থাকে। 

https://m.youtube.com/channel/UCwXHEgVboh-dTGZE8NH2yiQ
গলার ডিজাইন

বড়দের নতুন জামার গলার ডিজাইন 

ডিজাইন তৈরীর ভিডিও 

এই ডিজাইনটা গোল গলার ভিতরে তৈরী করা হয়েছে। এই ধরনের ডিজাইন গুলু বোট গলা বা নৌকা গলা ভিতরেও দেওয়া যায়।এই ডিজাইনটা আরো অনেক ভাবেই তৈরী করা যায়।এই গলাটা কাটার সময় প্রথমে গোল গলা কাটা হয়েছে এবং সাধারণ গলার মাপের থেকে একটু ছোট কাটা হয়েছে।পরে গোল গলার নিছের দিকে এক ইঞ্চি পরিমান গোল করে কাটা হয়েছে। গলার পাইপিং এর মাঝখানে বডারটা দেওয়া হয়েছে এক ইঞ্চি চওড়া করে।

নতুন জামার গলার ডিজাইন ২০২৪


গলার এক ইঞ্চি চওরা পট্টিটা কাগজ পেষ্টিংএ বা বকরমে কেটে কাপরে বসিয়ে নিতে হবে।পট্টিটা পাইপিং করে বসানোর পরে গলার কোনায় একটা লুব দিয়ে বোতাম দিতে হবে।ছোট লুব দিতে যদি আপনাদের অসুবিধে হয় তাহলে ফিতা দিয়ে দিবেন। ফিতাটা একদম চিকন করে দিবেন।লুব এর মাঝখানে পুতি মুক্তা বা শো বোতাম দিয়ে দিবেন।আপনাদের কোনো কিছু বুজতে সমস্যা হলে ভিডিটা ২-৩ বার দেখলেই সব কিছু সহজেই বুজতে পারবেন।এই ডিজাইন গুলুছারাও বর্তমানে নতুন নতুন অনেক ডিজাইন বের হচ্ছে।এখনতো অনলাইনে খুব সহজেই আপনারা শত শত ডিজাইন দেখতে পারবেন।


neck design 2019
জামার গলার ডিজাইন 

কাটিং, সেলাই এবং জামার ডিজাইন সম্পর্কে সম্পর্কে জানতে আমার ইউটিব চ্যানেলে ঘুরে আসতে পারেন।
Next Post
No Comment
Add Comment
comment url