ঈদের কেনাকাটা করার সময় কিছু সতর্কতা মুলক বিষয়। শপিং মল
আসসালামু আলাইকুম
আপনারা অনেকেই ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত।কোনোকিছু কেনার সময়! সময় নিয়ে ভালোভাবে দেখে শুনে কিনুন। কারন কেনার পরে বা বাসায় এসে যদি দেখেন জিনিস টা ভালো হয় নি বা কোনো সমস্যা আচে তাহলে আপনার মনটা খারাপ হয়ে যবে।আবার কষ্ট করে মার্কেটে পালটে আনতে হবে।
ফুটপাতথেকে কোনোকিছু কিনবেন না কারন ফুটপাতের জিনিস গুলু বেশির ভাগই ভালো হয় না।কেনার পরে কোনো সমস্যা ধরা পড়লে চেঞ্জ করে দিতে চায় না।আর কোনোকিছু কেনার সময় দাম শুনে দাম বলবেন না জিনিস দেখে দাম বলবেন। এবং দাম বলার আগে ভালোভাবে দেখে নিবেন সব কিছু টিক আছে কিনা বা কোনো কাটাছেরা আছে কিনা।
কেনাকাটা করার সময় নিজের টাকা পয়সা এবং মোবাইল সাবধানে রাখবেন।কেনাকাটা করার সময় এবং মার্কেটে যাওয়ার সময় তাড়াহুরা করবেন না।কারন তারাহুরা করতে গিয়ে বাসায় থেকে কোনোকিছু নিতে ভুলে যাবেন না হয় মার্কেটে কোনোকিছু ফেলে রেখে চলে আসবেন।
ঈদ মানেই আনন্দ ঈদ মানেই খুশি।আমাদের একটু সতর্ক না থাকার কারনে আমাদের সেই ঈদের আনন্দটদ যেন নষ্ট না হয়ে যায়।আর যারা অনলাইন শপ থেকে কেনাকাটা করেন তারা যেই ধরনের বড় বড় অনলাইন শপ গুলু রয়েছে সেই গুলু থেকে কেনাকাটা করবেন। যেমনঃ দারাজ, বিডিশপ এর মত বিস্ত শপিং মল গুলু থেকে কেনাকাটা করবেন।