গজ কাপর দিয়ে নতুন জামার চিরুনি বা মাকসা গলার ডিজাইন।
![]() |
জামার গলার ডিজাইন |
এই জামার গলার ডিজাইনটা করতে অনেক সময় লেগেছে।সব থেকে বেশি সময় লেগেছে ফিতা গুলু লাগাতে।এই গলাটা করতে প্রথমে নরমাল একটা গোল গলা কেটে নিতে হবে।পরে ঐ গলা থেকে 1 ইঞ্চি পরিমান কাপড় কেটে ফেলতে হবে। ঐ কাপড়েের মাপে একটা কাগজ কেটে নিতে হবে।কাপড়ের থেকে কাগজটা একটু বড় রাখতে হবে।তারপর অনেক লম্বা করে একটা চিকন ফিতা বানিয়ে নিতে হবে।ঐ ফিতা গুলু কাগজের মাপে কেটে নিতে হবে।এবং ফিতা গুলু সেলাই দিয়ে কাগজে বসিয়ে নিবো।এবং এই ডিজাইনের একটা ভিডিও তৈরী করা হয়েছে ইউটিবে শেয়ার করার জন্য।আপনিও চাইলে দেখতে পারেন।নিছে ভিডিওটা দেওয়া আছে।
গজ কাপরের মেয়েদের সুন্দর জামার ডিজাইন।
এই ডিজাইন গুলু আমার নিজের হাতে তৈরী করা। এই জামার ডিজাইন গুলু ভালো লাগলে ডিজাইন করার ভিডিও গুলু আমাদের ইউটিব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন।এই গলাটাকে বলা হয় মাকসা বা চিরুনি গলা।মাকসা গলা অনেক ভাবেই দেওয়া যায়।ফুল কলার দিয়ে মাকসা বা চিরুনি গলা তৈরী করলে পিচনে চেইন দিতে হয়।
এবং নিচে ভিডিওটা দেওয়া আছে ।
ভিডিও
টোটাল পিকচার গুলু ।
![]() |
জামার গলারডিজাইন |
![]() |
জামার ডিজাইন |