গজ কাপরের বড়দের নতুন জামার গলার ডিজাইন কাটিং ও সেলাই করার নিয়ম


জামার ডিজাইন,নতুন জামার ডিজাইন
নেক ডিজাইন 

আসসালামু আলাইকুম।
ডিজাইনটা অনেকটা আংঙ্গারাক্কা কাটিং এর মত।এই ডিজাইনটা করতে প্রায় 35 মিনিটের মত সময় লেগেছে।সব থেকে বেশি সময় লেগেছে বোতাম গুলু বানাতে ও লাগাতে।এই ডিজাইনটা করতে প্রথমে গলার মাপটা ধরে সুন্দর করে ভি গলা কেটে নিতেএই হবে।

নতুন জামার ডিজাইন। 

তারপর দাগ দিয়ে বাম পাশের দিকে কোনাকোনি ভাবে কোমরের দাগ সমান কেটে নিবো।তারপর দুইটা পার্ট পাইপিন করে নিবো।এর পর নিচে একটা কাপড় ধরে দুইটা পার্ট এক সাথে আটকে নিবো।পেন্টে বোতামের মত বড় চার থেকে পাঁচটা বোতাম নিয়ে জামার কাপড় দিয়ে পেচিয়ে নিবো।তারপর বোতাম গুলু গলার পর থেকে পাইপিনের উপরে বসিয়ে দিবো।এভাবে বুঝতে না পারলে নিছে সম্পুর্ন ভিডিওটা দেওয়া আছে দেখে নিবেন।তাহলে সহজে বুঝতে পারবেন।
 গলার ডিজাইনটা ভালো লাগলে আমাদের ইউটিব চ্যানেলে গিয়ে গলাটা  বানানোর ভিডিওটা দেখে আসতে পারেন।

নতুন জামার গলার ডিজাইন
জামার ডিজাইন 

গলার ডিজাইন, জামার ডিজাইন,নতুন জামার ডিজাইন
জামার গলার ডিজাইন


ভিডিও 

Video link:
https://youtu.be/j1GuRmhg8LQ
এই গলার ডিজাইনটা আমার নিজের হাতে তৈরি করা। চাইলে আপনি করতে পারেন । এই ডিজাইনটা করতে হলে আপনাকে সেলাই মেসিন চালানো জানতে হবে ।এবং সেলাই কাজ সর্ম্পকে হালকা ধারনা থাকতে হবে।এই লিংকে গিয়ে আপনি দেখতে পারেন এবং কিভাবে করবেন সব কিছু দেয়া আছে।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url