নতুন বিজনেস আইডিয়া ও কিভাবে নতুন ব্যবসা শুরু করে ব্যবসায় সফল হবেন।

নতুন বিজনেস আইডিয়া

আসসালামু আলাইকুম।

ব্যবসা করতে হলে আপনাকে প্রথমে সৎ ও ধৈর্যশীল হতে হবে। আপনাকে ব্যবসার প্রতি মনযোগী হতে হবে।আর আপনাকে আপনার ব্যবসা সর্ম্পকে ভালোভাবে জানতে হবে। ব্যবসা সর্ম্পকে আপনার জানা না থাকলে আপনাকে শিখতে হবে ও জানতে হবে।অনেকে ব্যবসা না শিখে ব্যবসা শুরু করে দেয় পরে বেশিদিন ব্যবসায় টিকে থাকতে পারেনা।

নতুন ব্যবসা শুরু করার উপায়। 

আপনি যদি মনে করেন আপনি না শিখেই বিজনেস করতে পারবেন তাহলে এটা আপনার ভুল ধারনা। আপনি না শিখে ব্যবসা শুরু করতে পারেন এতে আপনার ব্যবসায় লস খাওয়ার সমব্বনা থাকে বেশি। আর আপনার ব্যবসার শুরুতে লস খেলে আপনার ব্যবসা টিকিয়ে রাখায় কষ্ট কর হয়ে যাবে।সব ধরনের বিজনেস গুলুতেই কিছু টেকনিক আছে এই টেকনিক গুলুই বুজতে সময় লাগে।ব্যবসা শিখতে হলে আপনাকে অনেক কষ্ট করতে হবে। মানুষের পিছনে অনেক শ্রম দিতে হবে।

কিভাবে শুরু করতে হয় নতুন বিজনেস। 

আপনি যদি কাপড়ের ব্যবসা অথবা টেইলার্সের ব্যবসা করেন তাহলে আপনাকে প্রথমে কাপড়ের দোকানে গিয়ে চাকরি করতে হবে ।এবং কাপড় চিনতে হবে কাপড় সর্ম্পকে জানতে হবে !কোন কাপড় ভালো কোন কাপড় খারাপ কোন কাপড়ের দাম কত।আরও জানতে হবে কাপড় কোন জায়গা থেকে আনতে হয় ও কিভাবে কাষ্টমারের সাথে সম্পর্ক তৈরী করতে হয়।আপনি যদি কাষ্টমারের সাথে সম্পর্ক তৈরী না করতে পারেন তাহলে আপনার রেগুলার কোনো কাষ্টমার থাকবে না।

বিজনেস শুরু করে সফল হওয়ার উপায়। 

আপনাকে প্রথমে ছোট করে ব্যবসা শুরু করতে হবে ।এবং আপনাকে সবকিছু বুঝে আস্তে আস্তে ব্যবসা বড় করতে হবে ।যারা ব্যবসায় সফল হয়েছে তারা ছোট থেকেই বড় হয়েছে। 

Next Post Previous Post
1 Comments
  • Abc
    Abc October 1, 2021 at 8:21 PM

    অনেক সুন্দর ও তথ্য বহুল পোস্ট করছেন। গ্রামের ব্যবসা আইডিয়া

Add Comment
comment url