বর্তমানে সবথেকে লাভজনক ব্যবসা টেইলারিং বিজনেস আইডিয়া ও ব্যবসা শুরু করার উপায়

বর্তমানে সবথেকে লাভজনক ব্যবসা টেইলারিং বিজনেস আইডিয়া


আজ আমরা নতুন একটা কিছু জানবো।আপনার জীবনে সফলতা আনতে চাইলে আপনাকে ভালো কোনো চাকরি করতে হবে নইলে ভালো কোনো ব্যবসা করতে হবে ।আমাদের মাঝে অনেকেই ভালো কোনো চাকরি পাই না নিজের যোগ্যতা নেই বলে আবার অনেকেই ব্যবসাও করতে ভয় পাই।

টেইলার্সের ব্যবসা শুরু কোথা থেকে করবো কিভাবে করবো


আপনি যদি সাতার শিখতে চান তাহলে আপনাকে পানিতে নামতেই হবে।নদীর পাড়ে দাড়ীয়ে যেমন সাতার শেখা যায় না তেমনি  ব্যবসা সর্ম্পকে না জানলে ব্যবসা শুরু না করলে আপনার জীবনে সফলতা আসবে না।আপনি যদি কোনো কাজ না পান বা কি ব্যবসা শুরু করবেন ভেবে পাচ্চেন না তাহলে আপনি টেইলারিং বা দর্জি ব্যবসা শুরু করতে পারেন।টেইলার্সের ব্যবসা  অনেক ভাবেই করতে পারেন ।

 টেইলারিং কাজ দুই ধরনের লেডিস ও জেন্স। আপনি যদি মনে করেন আপনি নিজে দোকান দিয়ে কাষ্টমারের কাছ থেকে অর্ডার নিয়ে পাবলিক পাংসনে ব্যবসা করতে পারেন ।দোকান নিয়ে ব্যবসা করলে দোকান ছোট হলে আপনি আলাদা একটা কারখানা নিতে পারেন মেসিন বসানোর জন্য বা দোকানে জায়গা বেশি থাকলে দোকানেই মেসিন বসাতে পারেন ।আপনি আলাদা কারখানা নিলে দোকানের আশেপাশে নিবেন তাহলে আপনার জন্য অনেক সুবিধা হবে।

আর সব সময় লক্ষ রাখবেন আপনার কাজের কোয়ালিটি যেন ভালো হয়।আপনার আশেপাশের অনন্য দোকান গুলু থেকে যেন কাষ্টমারদের ভালো সুবিধা দিতে পারেন ।এবং সব সময় কর্মচারীদের এবং কাষ্টমারদের সাথে ভালো ব্যবহার করি এবং সুন্দর ভাবে কথা বলি। টেইলারিং কাজ আরেক ভাবে করা যায় সেটা হচ্চে রেডিমেট কাজ।রেডিমেট কাজ করলে আপনাকে কোনো দোকান নিতে হবে না।শুধু একটা কারখানা নিলেই হবে।আর কাষ্টমারও কোনো ঝামেলা নেই।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url