নতুন সুতি কাপরের জামার গলার ডিজাইন
আসালামু আলাইকুম। একটা জামার সব থেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জামার গলা।একটা জামার গলার ডিজাইন জামা অনেক সুন্দর করে তুলে। এই জামার ডিজাইনটা খুবই সাধারন ও কমন একটা ডিজাইন।এই ডিজাইন গুলু সাধারনত সব সময় ব্যবহার করা হয়।এছারাও পান গলার ভিতরে আরো অনেক ধরনের গলার ডিজাইন রয়েছে ও।কিন্তু এই গলাটা কাটিং করাও সহজ ও সেলাই করাও অনেকটা সহজ। শুধু গলার পাইপিং এর উপরে লুব দিয়ে বোতাম গুলু বসাতে একটু সময় লাগে। জামার নতুন গলার ডিজাইনজামার ডিজাইন,গলার ডিজাইন,পায়জামার ডিজাইন, হাতার ডিজাইন ইত্যাদি নিয়ে কাজ করি আমরা।আমাদের নিজেদের টেইলার্সের দোকান রয়েছে।আমাদের এই কাজ শেখার পিছনে সময় দিতে হয়েচে প্রায় ৪-৫ বছরের মত।তার পর আমরা এই দোকান দিয়ে এবং টেইলার্সের ব্যবসায় সফল হয়েছি।অনেকেই সেলাই কাজে এসেই ভিবিন্ন ধরনের ডিজাইন তৈরী করতে চায়।যারা জামার ডিজাইন, পায়জামার ডিজাইন, হাতার ডিজাইন সহ বিভিন্ন ধরনের ডিজাইন কাজ শিখতে চান তাদের প্রথমে ভালোভাবে সেলাই কাজ শিখতে হবে।আপনি ভালোভাবে সেলাই কাজ শিখলে যেকোনো ডিজাইন আপনি খুব সহজেই তৈরী করতে পারবেন। |
জামার গলার নতুন ডিজাইন
আপনাদের সেলাই কাজ শেখার পিচনে এতো সময় দিতে হবে না।2-3 বছর এই কাজের পিছনে শ্রম দিলেই তারপর আপনি নিজের ব্যবসা শুরু করতে পারবেন।এবং ব্যবসা শুরু করে ঠিক মত পরিশ্রম করলে খুব তারাতারি ব্যবসায় সফল হতে পারবেন ।ব্যবসা শুরু করার আগে আপনাকে ধৈর্যশীল ও পরিশ্রমী হতে হবে।একটা কথা মনে রাখবেন ধৈর্য হারা না হয়ে সফলতার জন্য চেষ্টা করলে ব্যবসায় বদলে দিতে পারে আপনার জীবন ।
![]() |
জামার ডিজাইন |