নতুন জামা ও হাতার ডিজাইন ২০২৪ ও বেষ্ট হাতার ডিজাইন
G.A.Suhag
2 Aug, 2019
সময়ের সাথে সাথে মানুষ অনেক ফ্যাশনেবল হচ্ছে ও নতুন নতুন ডিজাইন তৈরী হচ্ছে।যেকোনো জামার ভিতেরে হাতায় ডিজাইন জামার সুন্দর্য দ্বিগুন বাড়িয়ে দেয়। এই জামার হাতার ডিজাইনটা করা হয়েছে ইউটিবে শেয়ার করার জন্য।আমারা চাই আপনারা যেন আমাদের কাছ থেকে আপনারা যেন কিছু শিখতে পারেন। এই ধরনের ডিজাইন গুলু থ্রী কোয়াটার হাতায় তৈরী করলে দেখতে অনেক সুন্দর ও ভালো লাগে। এই ডিজাইনটা তৈরী করার জন্য আপনাকে নরমাল ভাবে হাতা কাটতে হবে।তারপর ডিজাইনটা করার জন্য হাতায় সমপরিমাণ গেফ রেখে গোল ও একটু লম্বা করে কেটে নিতে হবে। এই ডিজাইনের অংশটা হাতার সাইজ অনুযায়ী কাটতে হবে।
জামার নতুন হাতার ডিজাইন
কাটা জায়গার লম্বায় দিবেন 5 ইঞ্চি, চওরা 3 ইঞ্চি।জামার ও হাতার সাইজ ছোট বা বড় হলে একটু কম বেশি দিবেন।
কাটা অংশের গুলির মাপে কাগজ কেটে নিবো।তারপর চিকন করে অনেক লম্বা করে পায়জমার ফিতার মত ফিতা বানাবো।ফিতা গুলু কাগজের মাপে টুকরা করে নিবো।তারপর ফিতা গুলি সেলাই দিয়ে কাগজের উপরে বসিয়ে নিবো।
তারপর কাটা জায়গা গুলি পাইপিন করে !কাটা জায়গায় কাগজ সহ ফিতা গুলু বসিয়ে দিবো।হাতার মুখটা পাইপিন করে হাতাটা সেলাই দিয়ে জামায় লাগিয়ে নিবো।
এভাবে বলে হয়তো আপনাদের বুঝানো সম্ভব না বা আপনাদেরও বুঝতে সমস্যা হতে পারে।তাই আপনাদের বুঝতে যেন সুবিধাহয় নিচে একটা ভিডিও দিয়ে দিয়েচি ভিডিওটা কয়েকবার দেখে নিবেন তাহলেই সব কিছু সহজে বুজতে পারবেন।
জামার হাতার ডিজাইন
জামার হাতার ডিজাইন
এই জামার হাতার ডিজাইনটা করতে আমার প্রায় 40 মিনিট সময় লেগেছিল।খুবই ভালো ও সুন্দর একটা ডিজাইন।আপনি চাইলে এই লিংকে ক্লিক করে কিভাবে এই ডিজাইন করিছি দেখে আসতে পারেন ।
Link:https://youtu.be/Wqr4LTxizQQ