২০২ ৪ সালের নতুন কামিজের হাতার ডিজাইন ও বাছার করা নতুন ডিজাইন হাতা।

কামিজের হাতার ডিজাইন।
হাতার ডিজাইন 

যেকেনো ডিজাইন তৈরী করতে হলে অবশ্যই আপনাদেরকে অবশ্যই ডিজাইনটা ভালোভাবে বুজতে হবে।এই ডিজাইনটা খুব সুন্দর একটা হাতার ডিজাইন।এই ডিজাইনটা করতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে।এই ডিজাইন গুলুতে সব থেকে বেশি সময় লাগে বোতাম গুলু বানাতে ও বসাতে।এই ডিজাইনটা করতে হলে আমাদের প্রথমে নরমাল ভাবে হাতা কেটে নিতে হবে।তারপর হাতার মাঝখানে যেই পাশটা উপরের দিকে থাকবে সেই পাশে ডেউ ডেউ করে কেটে নিতে হবে।কাটার আগে অবশ্যই সুন্দর ভাবে সমান করে চকদিয়ে দাগ দিয়ে নিতে হবে।কারন ভালোভাবে দাগ দিয়ে না নিলে কাটিং সুন্দর হবেনা ডিজাইনটাও সুন্দর হবে না।


কামিজের হাতার ডিজাইন।
হাতার ডিজাইন কাটিং 

কামিজের হাতার ডিজাইন

তারপর আমরা পাইপিনের জন্য একটা কাপড় নিবো।কাপড়টা পাইপিন জন্য এক ইঞ্চি চওরা করে উরপ বা কোনাকোনি ভাবে কেটে নিবো।এবার ডেউ ডেউ করে কাটা  অংশটা পাইপিন করে নিবো।পাইপিংটা যত সুন্দর হবে ডিজাইনটা ততই সুন্দর দেখা যাবে।

কামিজের হাতার ডিজাইন।
হাতার ডিজাইন পিক

পাইপিন শেষে কোনা গুলু সেলাই দিয়ে দুই পার্ট এক সাথে আটকে নিবো।তারপর হাতার মুখটা পাইপিন করে নিবো।

কামিজের হাতার ডিজাইন।
কামিজের হাতার ডিজাইন 

নতুন জামার হাতার ডিজাইন

তারপর পেন্টের বোতামের মত বড় বড় বোতাম নিবো ও বোতাম গুলু হাতার কাপড় দিয়ে পেচিয়ে ভালোভাবে সুতা দিয়ে গিট দিয়ে নিবো। তারপর বোতাম গুলো হাত সুই দিয়ে হাতার জয়েন্ট গুলোতো বসিয়ে নিবো। বর্তমানে যেকোনো ডিজাইন আমরা খুব সহজেই তৈরী করতে পারি খুব সহজেই ইউটিউবফেইসবুক থেকে দেখে।
কামিজের হাতার ডিজাইন।
জামার হাতার ডিজাইন 

তারপরও যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচে হাতা  বানানোরসম্পুর্ন ভিডিওটা দেওয়া আছে দেখে নিবেন তাহলে সহজেই বুঝতে পারবেন।


হাতার ডিজাইন ভিডিও 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url