দর্জি কাজ, সেলাই কাজ, টেইলার্সের কাজ কাজ শেখা ও জীবন যাত্রা।
কেমন আছেন সবাই! আসা করি সবাই ভালো আছেন।হাতের কাজের ভিতরে খুবই পপুলার একটি কাজ হচ্চে সেলাই কাজ ।এই কাজ একবার যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে আশা করি আপনার জীবন কাটবে অনেক সুখে। আমি নিজেও এই কাজ করি।এই কাজের দুইটা ধরন রয়েছে।
যেমন:- লেডিস ও জেন্স।তাছাড়া আরও রয়েছে অর্ডারী ও রেডিমেট কাজ। এই কাজে আপনি যদি মনে করেন আপনার জীবন সাজীয়ে তুলবেন সেটাও পারবেন ।কিন্তু আপনাকে অনেক পরিশ্রম দিতে হবে এবং অনেক কিছু ত্যাগ করতে হয়।আর আপনি যদি মনে করেন এই কাজ করে আর দশ জনের মত সাধারন জীবনজাপন করবেন সেটাও পারবেন।যেমন:-
1. যখন প্রথম এই কাজে কেউ আসে তখন সে হাতের কাজ থেকে শুরু করে ।তারপর চেষ্টা করতে করতে হতের কাজ শেখে। তারপর মেশিন চালানো শেখে। তারপর চেষ্টা করতে করতে মুটা মুটিভাবে সেলাই কাজ শিখে এবং কাজ করে কামায় রুজি করে।তারপর তার ভিতরে যদি আরও চেষ্টা থাকে বা ভালো কিছু করার ইচ্চে থাকে তাহলে সে কাপর কাটিং শিখার চেষ্টা করে এবং অনেক কিছু ত্যাগ করে কাটিং শিখে।শেখার পরে কিছু দিন কাটিং মাস্টারি করার পরে সে চেষ্টা করে একটা ছোট দোকান দেওয়।এবং দিন দিন নিজের দোকান আস্তে আস্তে বড় করে ও ব্যবসা বাড়ায়।এবং এক দিন অনেক বড় ব্যাবসায়ী হয়।
![]() |
সেলাই মেশিন |
1. যখন প্রথম এই কাজে কেউ আসে তখন সে হাতের কাজ থেকে শুরু করে ।তারপর চেষ্টা করতে করতে হতের কাজ শেখে। তারপর মেশিন চালানো শেখে। তারপর চেষ্টা করতে করতে মুটা মুটিভাবে সেলাই কাজ শিখে এবং কাজ করে কামায় রুজি করে।তারপর তার ভিতরে যদি আরও চেষ্টা থাকে বা ভালো কিছু করার ইচ্চে থাকে তাহলে সে কাপর কাটিং শিখার চেষ্টা করে এবং অনেক কিছু ত্যাগ করে কাটিং শিখে।শেখার পরে কিছু দিন কাটিং মাস্টারি করার পরে সে চেষ্টা করে একটা ছোট দোকান দেওয়।এবং দিন দিন নিজের দোকান আস্তে আস্তে বড় করে ও ব্যবসা বাড়ায়।এবং এক দিন অনেক বড় ব্যাবসায়ী হয়।
![]() |
সেলাই কাজ |
2.আবার অনেকে আছে সেলাই শিখে পরে কাটিং শিখে।দোকান দেওয়া কোনো চেষ্টা করে না। বা দোকান নিতে ভয় পাই।এবং সারা জীবন কাটিং মাস্টার হয়ে থেকে যায়।
3.আবার অনেকে আছে শুধু সেলাই শিখে সারা জীবন দর্জি কারিগড় হয়ে পড়ে থাকে।কাটিং শেখার চেষ্টা করে না বা কোনো দোকান দেওয়ারও চেষ্টা করে না।
তারা শুধু সারা জীবন অন্যদের দেকানে কাজ করেই যায়। আসলে আমাদের সবার জীবনে ভালো কিছু করার চেষ্টা রাখা উচিত।যেমন প্রথমে সেলাই কাজ শেখা তারপর কাটিং শেখা তারপর নিজে ছোট করে ব্যবসা শুরু করে ব্যবসা বড় করা।নববনহ