টেইলার্সের ব্যাবসা শুরু বা দর্জি ব্যবসায় জীবন পরিবর্তন করার মত কিছু বিষয়।
আসালামু আলাইকুম ।
আমি' মোঃ সোহাগ।সেলাই কাজ নিয়ে ব্যবসা করে জীবনে সফলতা আনতে হলে জীবনে অনেক পরিশ্রম করতে হয়।যারা সেলাই কাজ করে দোকান দিয়ে সফল হয়েছে তাদের জীবন কাহিনী শুনলেই আপনারা বুঝতে পারবেন কতটুকু পরিশ্রম করতে হবে।আর জীবনে ভালো কিছু করতে হলে এবং জীবনে সফলতা আনতে হলে কঠোর পরিশ্রম করতেই হয়।দর্জি কাজ বা টেইলার্সের ব্যবসা করতে চাইলে আমার মনে হয় একবারে প্রথম স্থান থেকে শুরু করলে ভালো হয়।
তারাতারি কাটিং ও সেলাই শিখে তারাতারি সফলতা
তাহলে আপনার ব্যবসায় সফলতা আসবে তাড়াতাড়ী।প্রথম থেকে শুরু করলে আপনি কিছু ভালোভাবে শিখতে পারবেন ও জানতে পারবেন।যারা কাজ না জেনে এবং কাজ সর্ম্পকে তেমন কোনো আইডিয়া না নিয়ে ব্যবসা শুরু করে তারা বেশি দিন টিকে থাকতে পারে না।এবং খুব কম মানুষরই সফলতা আসে।আপনাদের টেইলার্সের ব্যবসায় সফলতা আনতে হলে আপনাকে প্রথমে দর্জি কাজ শিখতে হবে এবং কাটিং শিখতে হবে। মুটামুঠিভাবে সব কিছু শেখার পরে আপনাকে প্রথমে ছোট থেকে শুরু করতে হবে।যেমন: আপনাকে প্রথমে একটা ছোট দোকান নিতে হবে তারপর 2-3 টা সেলাই মেশিন নিবেন এবং একটা কাপর জন্য কাউন্টার নিতে হবে।একটা বা দুইটা কারিগর নিবেন।আর যদি কাজ একেবারেই কম থাকে তবে প্রথম প্রথম নিজে কাটিং করবেন ও নিজেই সেলাই করবেন। প্রথমে 2-3 মাস হয়তো কাষ্টমার কম আসবে।যাই আসুক আপনাকে কাষ্টমারদের সাথে খুব সুন্দর ব্যবহার করতে হবে।
টেইলারিং বিজনেস শুরু করার উপায়
এবং কাষ্টমারদের কাজের ফিনিসিং ভালো দিতে হবে কাজ ভালো দিতে হবে ভালো ব্যবহার দেখাতে হবে।দোকান দিয়েই লাভের আসা করবেন না। আস্তে আস্তে দোকান যখন রানিং হতে থাকবে দোকানের কাজ ও কাষ্টমার বাড়তে থাকবে তখন হয়তো আপনি লাভের আসা করবেন।আর যদি দোকানে কাষ্টমার না বাড়ে তাহলে মনে করবেন আপনার কোথাও কোনো সমস্যা রয়েছে।হয়তো কাষ্টমারদের কাজ ভালো দিতে পারেন না।বা আপনার ব্যবহার ভালো না এছাড়াও হয়তো দোকানের প্লেইছ ভালো না আরো অনেক ধরনের সমস্যা হতে পারে।