রেডিমেট সেলাই কাজ ও সেলাই বিজনেস সম্পর্কে বিস্তারিত তথ্য কিভাবে শুরু করবেন

রেডিমেট সেলাই কাজ, সেলাই বিজনেস

আপনি যদি বেকার থাকেন।আর যদি কোনো কাজ খুজে না পান। হয়তো ভাবছেন যেকোনো কাজ বা ব্যবসা শুরু করবেন।তাহলে আপনি রেডিমেট সেলাই  কাজ নিয়ে ব্যবসা শুরু করতে পারেন।আপনি যদি মনে করেন আপনি রেডিমেট কাজ নিয়ে ব্যবসা করবেন  তাহলে আপনাকে আমি বলব খুবই ভালো আইডিয়া। কিন্তু এই কাজে একটা বড় প্রবলেম হচ্চে লেনদেন নিয়ে।যেই সব কোম্পানী গুলুর কাছ থেকে কাজ গুলু আনা হয় তারা একটু লেনদেনে  সমস্যা করে।যেমন: আপনার এক সাপ্তাহের টাকা আরেক সাপ্তাহে দেয়।এক দিকে ভালো যে অর্ডারী সেলাই কাজের মত কাষ্টমারের কোনো ঝামেলা নেই।একটা কারকানা নিয়ে কয়েকটা মেশিন বসিয়ে কাজ শুরু করতে পারেন।

রেডিমেট সেলাই কাজ নিয়ে কিভাবে ব্যবসা শুরু করবেন।

প্রথম প্রথম কাজ শুরু করা, কারখানা তৈরী করা ও কাজের জন্য কাটিং মাষ্টার, কারিগড় যোগার করা সব দিকেই একটু ঝামেলা হবে কিন্তু ধৈর্য ধরে ঠিকে থাকতে পারলে আস্তে আস্তে টিক হয়ে যাবে।আপনি যদি দর্জি কাজ না জানেন তাহলে আমি বলব আপনি রেডিমেট কাজ শুরু করেন।কাজ শুরু করার আগে আপনাকে অনেক কিছুই শিখতে হবে।আপনি রেডিমেট কাজ দিয়ে নিজের জীবন বদলে দিতে পারেন।এবং জীবনে অনেক টাকার মালিক হতে পারবেন।আপনাকে শুধু শুরু করার চিন্তা করলে হবে না শুরু করতে হবে কারন নদীর পাড়ে দাড়ীয়ে থেকে সাতার শিখা যায় না সাতার শিখতে হলে আপনাকে নদীতে নামতেই হবে এবং চেষ্টা করতে হবে। আর ব্যবসা শুরু করলে অনেক বিপদ আসবেই কিন্তু থেমে গেলে হবে না।

সেলাই কাজ শেখার সহজ উপায় ও ব্যবসা শুরু করা।

ব্যবসা শুরু করার আগে ভালোভাবে কাজ শিখে নিলে অনেক ভালো হয়।ব্যবসায় সফলতা পাওয়া যায় তারাতারি।কিন্তু মুটামুটি ভালোভাবে সেলাই কাজ শিখতে অনেক সময়ের প্রয়োজন।তাই আপনারা কাটিং ও সেলাই দুইটাই না শিখে শুধু কাপর কাটিং শিখতে পারেন তাহলে তারাতারি শিখে ফেলতে পারবেন।কাটিং ও সেলাই দুইটা একসাথে শিখেতে চাইলে অনেক সময়ের প্রয়োজন। সেলাইয়ের থেকে কাটিং শিখতে সময় অনেক কম লাগে।এমন অনেক কাটিং মাষ্টার আছে যারা সেলাই করতে পারেনা শুধু কাপর কাটিং করতে পারে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url