জ্যাক, জুকি, সিঙ্গার ও বাটারফ্লাই সহ সব ধরনের মেশিনের দাম বাংলাদেশ

সেলাই মেশিনের দাম কত বাংলাদেশ
সেলাই মেশিন 

আসসালামু আলাইকুম ।

বর্তমানে সেলাই মেশিনের দাম অনেক বেশি।আমরা যদি সেলাই মেশিন চালাতে পারি বা সেলাই কাজ জানি এবং আমাদের বাসায় একটা মেশিন থাকে তাহলে আমাদের অনেক উপকারে আসে। টুকটাক  কাজের জন্য আমাদের কারো কাছে যেতে হয় না। বা কোনো দর্জির কাছে যেতে হয় না।এবং আমরা যদি সেলাই মেশিন নাও চালাতে পারি বা দর্জি কাজ না জানি তাহলে একটা মেশিন কিনে কিছু দিন চেষ্টা করলেই আমরা সেলাই মেশিন চালাতে পারবো।আর ভারী কোনো কাজ না করতে পারলেও নিজের টুকটাক কাজ গুলু করতে পারবেন। 

অনেক কোম্পানির  অনেক ধরনের সেলাই মেশিন। একেক কোম্পানির মেশিনের দাম একেক রকম। Singer(সিঙ্গার),BirdFly(বার্ডপ্লাই), Flyingman(ফ্লাইংম্যান), Butterfly(বাটারফ্লাই), Jack(জ্যাক),Juki(জুকি) সহ আরো অনেক ধরনের মেশিন রয়েছে। বর্তমানে (Singer o Butterfly) সিঙ্গার ও বাটারফ্লাই মেশিন মানুষ বেশি ব্যবহার করছে।এবার দামের বিষয়টাতে আসা যাক। 
Sawing Machine Price In Bangladesh
সেলাই মেসিন 

1- Singer Sewing Machine সিঙ্গার সেলাই মেশিনের দাম।

ফুটমেশিনের মধ্য সিঙ্গার মেশিন হচ্চে এক নাম্বার মেশিন।বিশেষ ভাবে জেন্স কাজ করার জন্য সব থেকে ভালো হচ্চে সিঙ্গার মেশিন।মার্কেট থেকে নতুন কিনতে গেলে আপনার দাম পড়বে  7500-9000 সাড়ে সাত হাজার টাকা থেকে নয় হাজার টাকা। সাথে থাকবে ডাকনা, ওয়ারেন্টি কার্ড,স্টেন,ববিন,ববিন কেচ ইত্যাদি আরও কিছু থাকতে পারে।

2-BirdFly বার্ডপ্লাই সেলাই মেশিনের দাম।

বার্ডপ্লাই মেশিনের দাম পড়বে 6000-7000 হাজার টাকা।এবং সাথে সবকিছুই থাকবে।

3-Flyingman ফ্লাইংম্যান সেলাই মেশিনের দাম।

ফ্লাইংম্যান মেশিনের দাম পড়7000- 8000 হাজার টাকা।এবং সাথে সবকিছুই থাকবে।

4-Butterfly বাটারফ্লাই সেলাই মেশিনের দাম

বাটারফ্লাই মেশিনের দাম পড়বে 6500- 8000 হাজার টাকা।সাথে সব কিছুই থাকবে।

5-Jackজ্যাক,Juki Sewing Machine জুকি সেলাই মেশিনের দাম।

জ্যাক এবং জুকি মেশিন। অনেকে গার্মেন্সের মেশিনও বলে। সাধারনত এই মেশিন গুলু গার্মেন্সে এবং বড় কোনো কারকানায়  ব্যবহার করা হয়।কিন্তু বর্তমানে বেশির ভাগ টেইলার্সেও এই মেশিন গুলু ব্যবহার করে।এই মেশিন গুলুর দাম বর্তমানে 20000-22000 হাজার টাকা পড়বে।এবং পুড়াতন কিনলে দাম পড়বে 7000 --9000 হাজার টাকা।এবং পুরাতন মেশিন গুলু পাবেন যারা সাধারনত সেলাই  মেশিন মেরামত করে তাদের কাছে।

এখন বর্তমানে খুব ভালোমানের অটো মেশিন বের হয়েচে। যেই মেশিন গুলুতে আলাদা কোন মটর নেই মটর চারা।আওয়াজ বা শব্দ অনেক কম এবং কারেন্ট অনেক কম খরচ  হয়।এই অটো মেশিন গুলুর বর্তমানে দাম 29000-30000 হাজার টাকার ভিতরে।

সেলাই মেশিনের দাম কম / বেশি। 

এখানে মেশিনের যেই দামের কথা বলা হয়েছে  এখনে একটু কম বেশি হতে পারে

আমরা যেই মেশিন গুলুর কথা বলেছি এই মেশিন গুলু বর্তমানে মানুষ বেশি ব্যবহার করে।এছারা বাজারে আরও অনেক ধরনের সেলাই মেশিন রয়েছে।

আপনি বাসায় কাজ করার জন্য আমার মনে হয় এতো দামি মেশিন না কিনে 2-3 হাজার টাকার মধ্যে পুরাতন একটা বাটারফ্লাই বা সিঙ্গার মেশিন কিনে নিলেই হয়।

বাড়ীতে নিজে টুকটাক কাজ করতে চান তারা অনলাইনে অনেক ধরনের সেলাই মেশিন পাবেন।Daraz, bdshop থেকে সেলাই মেশিন থেকে  কিনে নিতে পারেন।নিজের অল্প কাজের জন্য এই মেশিন গুলু খুব ভালো।এই মেশিন গুলুর দামও অনেক কম।

সেলাই মেশিন কেনার সময়

এছারা সিঙ্গার কোম্পানি বর্তমান সময়ের সাথে মিলিয়ে খুব ভালো মানের কিছু মেশিন নিয়ে এসেছে।তার মাঝে একটি হল Singer SRSM-ZJ-A6000-G মডেল।কারখানায় অথবা বাসাবাড়িতে কাজ করার জন্য এই মেশিনটা খুবই ভালো মানের একটি সেলাই মেশিন।

Singer SRSM-ZJ-A6000-G
Singer SRSM-ZJ-A6000-G

Singer SRSM-ZJ-A6000-G মডেল সেলাই মেশিনের দাম। : 33500 তেত্রিশ হাজার পাঁচ শত টাকা।


ফিচার:

৭০% শক্তি সাশ্রয়ী

সিঙ্গেল সুই সিস্টেম

 লকড সেলাই মেশিন

গতি: 5000 rpm (সর্বোচ্চ)

সেলাই দৈর্ঘ্য: ০-৫ মি.মি

শক্তি: ৫০০ ওয়াট

অটো সুই কন্ট্রোল সুবিধা

এলসিডি মনিটর আছে

টাচ স্ক্রিন

সহজ ও স্ট্রেইট ফরওয়ার্ড থ্রেডিং।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url