জীবনে অসফলতার কারণ ও তাড়াতাড়ি সফল হওয়ার উপায়।
আসালামু আলাইকুম।
আমরা শতকরা 100% এর ভিতরে 2-3%মানুষ সফল হয় বা ভালো কিছু করতে পারি। আমরা সবাই চিন্তা করি জীবনে ভালো একটা কিছু করব।কিন্তু যেই পরিমাণ চিন্তা করি সেই পরিমাণ চেষ্টা করি না।বা চেষ্টা করার মত রাস্তা খুঁজে পাই না।আর যদি ভালো কিছু পাই তাহলে কিছু দিন চেষ্টা করার পরে আর ভালো লাগে না আর ভাবি আমাকে দিয়ে এই সব হবে না।আবার অন্য একটা কিছু নিয়ে চিন্তা করি।🤔
আমরা শতকরা 100% এর ভিতরে 2-3%মানুষ সফল হয় বা ভালো কিছু করতে পারি। আমরা সবাই চিন্তা করি জীবনে ভালো একটা কিছু করব।কিন্তু যেই পরিমাণ চিন্তা করি সেই পরিমাণ চেষ্টা করি না।বা চেষ্টা করার মত রাস্তা খুঁজে পাই না।আর যদি ভালো কিছু পাই তাহলে কিছু দিন চেষ্টা করার পরে আর ভালো লাগে না আর ভাবি আমাকে দিয়ে এই সব হবে না।আবার অন্য একটা কিছু নিয়ে চিন্তা করি।🤔
জীবনে সফল হওয়ার উক্তি।
আর আমরা কখন আমাদের সপ্ন গুলু বড় করে দেখি না।আমরা আমাদের সপ্ন গুলু যত বড় করে দেখবো ও জীবনের কাছ থেকে যত টুকু আশা করব ঠিক ততটুকুই পাবো বা তার থেকে কম পাবো কিন্তু বেশি পাবো না।জীবনে ভালো কিছু করতে চাইলে আমাদেরকে আগে ভালো একটা সৎ রাস্তা খুঁজে বের করতে হবে।আর আপনি যদি কোনো চাকরি করেন তাহলে আপনি পাশাপাশি আরও একটা কিছু করার চেষ্টা করুন।যেমন আমি এক জন কাটিং মাস্টার আমি চাকরি করি এবং পাশাপাশি ইউটিবিং করি ও ব্লগিং করি। আমি হয়তো এখন ঘুমিয়ে আছি বা অন্য কোনো কাজে ব্যস্ত কিন্তু এখন আপনি আমার এই আর্টিকেলটা পড়ছেন তাই এতে আমি টাকা পাচ্ছি। 🙂
জীবনে উন্নতি করা ও তারাতারি সফল হওয়ার উপায়।
আপনি সফল হওয়ার জন্য জীবনে ভালো কিছু করতে চাইলে আপনাকে অনেক ধৈর্য শীল হতে হবে এবং অনেক চেষ্টা ও কষ্ট করতে হবে।আমারা সবাই হচ্ছি অভ্যাসের দাস।যত কষ্টই হোক আমাদের অভ্যাস গুলু পরিবর্তন করতেই হবে। আর কখনই আজে বাজে কাজ করে সময় নষ্ট করলে হবে না।যেমন ইউটিব ও ফেইসবুকের পিছনে আমরা অনেক সময় নষ্ট করি।বন্ধু বান্ধবকে সময় কম দিতে হবে।আপনার যদি দেরি করে ঘুম থেকে ওঠার অভ্যাস থাকে তাহলে অভ্যাস পরিবর্তন করতে হবে।আমাদের সব থেকে বড় সমস্যা হলো আমরা ঘুম থেকে সকাল সকাল উঠতে পারি না। আমরা যত সকাল সকাল উঠবো আমাদের দিনটা ততটুকুই বড় পাবো।😑
আর চাকরি করার চিন্তা ভাবনা বাদ দিয়ে নিজ একটা কিছু করার চেষ্টা করুন।জীবনে ভালো কিছু করতে চাইলে বা ভালো কিছু হতে চাইলে শুধু সাধারন কোনো চাকরি করে কখনই সম্ভব না।আর এক নিয়ে পড়ে থাকলে।জীবনে কোনো কিছু করতে গিয়ে একবার বা দুই বার ব্যর্থ হয়ে থমকে গেলে হবে না।যেই মাটিতে আচার খাই সে মাটি ধরে উঠতে হবে।