জামার মৌসুমি হাতা বা মাইক হাতার ডিজাইন
বর্তমান সময়ের মাহক হাতা বা মৌসুমী হাতা অনেকেই ব্যবহার করে।আবার অনেকে মনে করে মাইক হাতা ও প্লাজু হাতা ও বেলবেটন হাতা এক কিন্তু না মাইক হাতা ও মৌসুমি হাতা এক আর প্লাজু হাতা ও বেলবেটন হাতা এক।মাইক হাতা বর্তমানে খুবই একটা জনপ্রিয় হাতা।
মৌসুমি বা মাইক হাতা ডিজাইন
পুৃরা গোল করে মাইক হাতার ডিজাইন কাটার জন্য 12 গিরা কাপড় লাগে।এখন মাইক হাতা অনেক ডিজাইন করে ব্যবহার করে সবাই।মাইক হাতা সাধারনত দুই পার্ট।প্রথমে কুনি পর্যন্ত এক পার্ট কাটতে হয় তারপরের বাকি অংশটা গোল করে কাটতে হয়।অনেকে নিচের গোল অংশটা ডাবল দেয় এক পার্ট বড় ও এক পার্ট ছোট থাকে।মাইক হাতার নিচের গোল ঝালরটা বেশি বড় দিলে খাওয়া দাওয়া বা জামা পড়ে কাজ করতে গেলে সমস্যা হয়।বা এই হাতাটা কম কাপড় দিয়েও বানানো যায়।কম কাপড় দিয়ে করলে গোল ঝালরটা বেশি পরিমান গোল হয় না।মাইক হাতার মুখের অংশে অনেক পরিমান লুজ থাকার কারনে হাতাটা দেখতে অনেক আকর্ষণীয় লাগে।
![]() |
জামার হাতার ডিজাইন |
![]() |
হাতার ডিজাইন কাটিং |