সেলাই কাজের ব্যবসায় সফল হওয়ার চাবিকাঠি।কিভাবে টেইলারিং ব্যবসা শুরু করবেন ও সফল হবেন।

সেলাই শিক্ষা

আসালামু আলাইকুম।
আমরা যারা ভাবছি টেইলারিং বা সেলাই কাজ নিয়ে ব্যবসা শুরু করবো তাদের জন্য আমার এই লেখাটা।আমি দশ বছর  ধরে দর্জি কাজের সাথে জড়িত।টেইলারিং ব্যবসা কিন্তু অনেকেই করছে।এবং তারা অনেক টাকা ইনকাম করছে ও অনেক ভাবে ব্যবসা করছে।যেমন কেউ কেউ নিজে কাজ জানে না কিন্তু কারিগর ও মাস্টার রেখে কাজ করায়।এভাবে ব্যবসা করে সাধারনত মহিলারা।

সেলাই শিক্ষা ও ব্যবসায় সফলতার উপায়।


আবার অনেকে অর্ডার নিয়ে কাষ্টমারের গুলু সেলাই করে আবার নিজেরা অনেক ডিজাইন জামা কাপড় তৈরী করে বিক্রি করে।এই গুলুকে বলা হয় বুটিকস।এরা বেশি দিন টিকতে পারে না।বা টিকে থাকলেও অনেক কষ্ট হয় ও সফল হতে সময় লাগে কারন মালিক নিজে কাজ জানে না আর কাষ্টমারদের ভালো সুবিধা দিতে পারে না।আবার অনেকে কাটিং ও সেলাই দুইটাই জানে এবং ব্যবসা শুরু করে।নিজেই কাটিং করে অর্ডার রাখে ও সেলাই করার জন্য আলাদা কারিগর রাখে।এরা ব্যবসায় সফলতা পাই খুব তাড়াতাড়ি।কারন তাদের কোনো আলাদা মাষ্টার রাখতে হয় না।নিজেরায় সব কাজ জানে কারন তারা কয়েকটা দোকানে চাকরি করার পর নিজে দোকান দেয় এই কারণে তারা জানে কাষ্টমারদের কিভাবে সুবিধা দিতে হয়।ও কর্মচারীদের সাথে কিভাবে ব্যবহার করতে হয়।

এবং যারা সেলাই ও কাটিং শিখে দোকান দেয় তারা ব্যবসায় সফল হয় তারাতারি।আবার অনেকে শুধু কাটিং জানে সেলাই জানে না আবার সেলাই জানে তো কাটিং জানে না এই কারণে তারা দোকান দিতে ভয় পাই।যারা ভাবছেন দোকান দিয়ে নিজেই ব্যবসা শুরু করবেন কিন্তু কাজ জানেন না তাদের জন্য বলব আপনি সেলাই না শিখতে পারলেও কাটিং শিখে দোকান দেওয়ার চেষ্টা করবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url