সেলাই কাজের ব্যবসায় সফল হওয়ার চাবিকাঠি।কিভাবে টেইলারিং ব্যবসা শুরু করবেন ও সফল হবেন।
আসালামু আলাইকুম।
আমরা যারা ভাবছি টেইলারিং বা সেলাই কাজ নিয়ে ব্যবসা শুরু করবো তাদের জন্য আমার এই লেখাটা।আমি দশ বছর ধরে দর্জি কাজের সাথে জড়িত।টেইলারিং ব্যবসা কিন্তু অনেকেই করছে।এবং তারা অনেক টাকা ইনকাম করছে ও অনেক ভাবে ব্যবসা করছে।যেমন কেউ কেউ নিজে কাজ জানে না কিন্তু কারিগর ও মাস্টার রেখে কাজ করায়।এভাবে ব্যবসা করে সাধারনত মহিলারা।
আমরা যারা ভাবছি টেইলারিং বা সেলাই কাজ নিয়ে ব্যবসা শুরু করবো তাদের জন্য আমার এই লেখাটা।আমি দশ বছর ধরে দর্জি কাজের সাথে জড়িত।টেইলারিং ব্যবসা কিন্তু অনেকেই করছে।এবং তারা অনেক টাকা ইনকাম করছে ও অনেক ভাবে ব্যবসা করছে।যেমন কেউ কেউ নিজে কাজ জানে না কিন্তু কারিগর ও মাস্টার রেখে কাজ করায়।এভাবে ব্যবসা করে সাধারনত মহিলারা।
সেলাই শিক্ষা ও ব্যবসায় সফলতার উপায়।
এবং যারা সেলাই ও কাটিং শিখে দোকান দেয় তারা ব্যবসায় সফল হয় তারাতারি।আবার অনেকে শুধু কাটিং জানে সেলাই জানে না আবার সেলাই জানে তো কাটিং জানে না এই কারণে তারা দোকান দিতে ভয় পাই।যারা ভাবছেন দোকান দিয়ে নিজেই ব্যবসা শুরু করবেন কিন্তু কাজ জানেন না তাদের জন্য বলব আপনি সেলাই না শিখতে পারলেও কাটিং শিখে দোকান দেওয়ার চেষ্টা করবেন।