জীবন চালোনোর জন্য কোনো হাতের কাজ শিখবেন কিনা বা ভাবছেন কোন ধরনের কাজ শিখবেন।
আপনি যদি বাসায় বেকার বসে থাকেন বা কোনো কাজ না পান অথবা ভাবছেন কোনো হাতের কাজ শিখবেন তাহলে আপনি সেলাই কাজ শিখতে পারেন। আপনি হয়তো ভাবছেন সেলাই কাজ শিখে কি হবে এর থেকে আরও অনেক ভালো কাজ রয়েছে।কিন্তু আমি মনে করি যত ধরনের হাতের কাজ রয়েছে তার ভিতরে সেলাই কাজ বেষ্ট।আপনি যদি ইচ্ছে করেন সেলাই কাজ শিখে অনেক ভালো কিছু করতে পারবেন ও অনেক টাকা ইনকাম করতে পারবেন এবং অনেক সুন্দর জীবনযাপন করতে পারবেন।
সেলাই কাজ ও সেলাই ডিজাইন।
সেলাই কাজ শিখলে আপনি এক জায়গায় বসে থেকে কাজ করতে পারবেন কাজের জন্য কোথাও যেতে হবে না।সবাই কাজ নিয়ে আপনার কাছে আসবে।আপনি সেলাই কাজ শিখলে আস্তে আস্তে কাপড় ও সেলাইয়ের ব্যবসা শুরু করতে পারবেন।সেলাই কাজের অনেক গুলু ধাপ রয়েছে।যেমন প্রথমে কাজ শিখে ভালো একজন দক্ষতা শীল কারিগর হয়।সেলাই শিখার পরে কাটিং শিখে কাটিং মাস্টার হয়।কাটিং শেখার পরে দোকান দিয়ে ব্যবসা শুরু করে।এবং আস্তে আস্তে ব্যবসা বড় করে।সেলাই কাজ শিখতে চাই।
সেলাই কাজের পদ সাধারনত দুইটা লেডিস ও জেন্স।সেলাই কাজের অনেক গুলু কোয়ালিটি রয়েছে অর্ডারী,রেডিমেড কাজ,বুটিকস।আপনি যদি শুধু ভাবতেই থাকেন সেলাই কাজ শিখবেন তাহলে আপনি সেলাই আপনি কোনোদিনই কাজ শিখতে পারবেন না।কারণ আপনি নদীর পাড়ে দাড়িয়ে সাতাঁর শেখার চিন্তা করলে কোনো দিন সাঁতার শিখতে পারবেন না।সাতাঁর শিখতে চাইলে আপনাকে নদিতে নামতে হবে ও চেষ্টা করতে হবে।