কিভাবে ব্যবসা শুরু করতে হয় ও ব্যবসা শুরু করতে কত টাকার প্রয়োজন।

টাকা ইনকাম করার উপায়
টাকা


আসালামু আলাইকুম।

আমরা অনেকেই চিন্তা করি ব্যবসা করবো।কিন্তু ব্যবসা করতে অনেক টাকা লাগে তাই সাহস পায়না।আমরা চাইলে কম টাকা দিয়েও ভালো ব্যবসা শুরু করতে পারি।

জীবনে ব্যবসায় সফল হতে হলে আগে চোট করে ব্যবসা শুরু করতে হবে।এবং আস্তে আস্তে ব্যবসা বড় করতে হবে।আপনি যদি একবারে বড় করে ব্যবসা শুরু করেন তাহলে আপনি হটাৎ করে বড় ব্যবসা সামাল দিতে অনেক সমস্যা হয়।ও বড় করে ব্যবসা শুরু করতে অনেক টাকারও প্রয়োজন হয়।তাই আমাদের হাতে যদি অনেক টাকা থাকে তবু আমরা চোট করে ব্যবসা শুরু করব।আর ব্যবসা শুরু করলে প্রথম প্রথম একটু লস হয় তাই আপনি চোট করে শুরু করলে আপনার লসের পরিমানটা চোট হবে আর বড় করে শুরু করলে লসের পরিমানটা বড় হবে।

ব্যবসা শুরু করতে কত টাকা লাগে। 


আর ব্যবসা শুরু করতে কত টাকা লাগে তার কোনো নিদিষ্ট পরিমান নেই।এটা ব্যবসা কোন ধরনের ও কেমন এটার উপর নিরভর করে।আর আমি আপনাকে বলব আপনি জীবনে ব্যবসায় সফল হতে চাইলে কম টাকার ভিতরে চোট করে ব্যবসা শুরু করুন।

যেমন:আপনি যদি টেইলারিং ব্যবসা শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমে সেলাই করার জন্য 2 টা সেলাই মেসিন, কাটিং করার জন্য  একটা কাউন্টার বা টেবিল আরও সেলাই কাজে যেই সব জিনিস লাগে সব কিনতে হবে। এবং যদি দেখেন ব্যবসা ভালো হচ্চে আস্তে আস্তে কাষ্টমার বাড়ছে তাহলে আপনি আস্তে আস্তে দোকান বড় করবেন সব কিছু বাড়াবেন।

কিভাবে বিজনেস শুরু করতে হয়। 

ঠিক এভাবেই আপনাকে সব ব্যবসায় চোট থেকে বড় করতে হবে।আপনি ব্যবসা শুরু করার পর পর যদি ভরপুর কাষ্টমার ও লাভের আসা করেন তাহলে আপনি ব্যবসা করতে পারবেন না।ব্যবসা শুরু করার পর ছয় মাস পর্যন্ত আপনাকে অনেক কষ্ট করতে হবে,কাষ্টমার জমাতে হবে ও কাষ্টমারদের রুচি বুঝতে হবে।অনেক লসও দিতে হয় অনেক সময় কাষ্টমারদের সুবিধার্তে।
আর আপনি যেই ব্যবসায় শুরু করেন না কেন প্রথমে প্রথম এক এক কাজে বেশি টাকা ইনবেষ্ট করবেন না।ব্যবসার ক্ষেতরে বা কাজের ক্ষেতরে সব জিনিস অল্প অল্প করে কিনবেন।
কারন প্রথম প্রথম আপনি বুঝতে পারবেন না আপনার কোন জিনিস টা বেশি লাগে বা আপনার কাষ্টমারের কোন জিনিসের চাহিদা বেশি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url