জীবনে তারাতারি কিছু করা,বা জীবনের তাড়াতাড়ি সফলতার উপায়।

Old Man
আসালামু আলাইকুম।

আমাদের জীবনে সবারই ভালো কিছু করার ইচ্ছে রয়েছে।কিন্তু আমাদের মাঝে ইচ্ছেটা যত টুকু পরিমান থাকে চেষ্টাটা আমরা ততটুকু করি না।শুধু ভাবি কোনো এক দিন ভালো একটা কিছু করব। কিন্তু আমরা কি কখনও ভেবেচি যখন আমাদের বয়স যখন বেড়ে যাবে এবং আপনি বুড়ো হয়ে যাবেন তখন যদি আপনি অনেক টাকার মালিক হন তাহলে আপনি বুড়ো বয়সে টাকা দিয়ে  কি করবেন।বা আপনার শেষ বয়সে টাকা তেমন কোনো প্রয়োজন পড়ে না।

 জীবনে তারাতারি সফল হওয়ার উপায়।


তাই আমাদের জীবনে যত তাড়াতাড়ি সম্ভব ভালো কিছু করার দরকার।আমাদের জীবনে তাড়াতাড়ি ভালো কিছু করতে চাইলে এক কাজ নিয়ে পড়ে থাকলে হবে না।আর আমাদের সময়কে কাজে লাগাতে হবে। সব সময় চোখ কান খোলা রাখতে হবে।আমাদের  শুধু চাকরি পিছনে ছুটলে হবে না।নিজে কোনো উদ্যোগতা হতে হবে বা কোনো ব্যবসা শুরু করতে হবে।জীবনে যারা ভালো কিছু করেছে তারা হয় ব্যবসা করে বড় হয়েছে না হয় কোনো উদ্যোগতা হয়ে।

আর আপনি যদি কোনো চাকরি করেন তাহলে আপনি চাকরির পাশাপাশি আরও একটা কিছু করার চেষ্টা করুন।চাকরি করে ভালোই আছেন ও জীবন মুটামুটি ভালোই চলছে এইটা ভেবে শুধু চাকরি নিয়ে পড়ে থাকলে হবে না।নিজের চেষ্টা ও ইচ্ছে শক্তি বাড়াতে হবে এবং নতুন ভাবে নতুন কিছু চিন্তা করতে হবে।

আর কোনো কাজ শুরু করে এক বার ব্যর্থ হয়ে কখনই নিরাশ হবেন না। ব্যবসা শুরু করে এক বার লস খেয়ে থেমে গেলে হবে না।যিনি বালব বা লাইট আবিষ্কার করেছেন তিনি দশ হাজার বার ব্যর্থ হওয়ার পরে সফল হয়েছেন।


বালব লাইট

হাতের কাজ শেখা ও তারাতারি সফলতার উপায়।




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url