জীবনে তারাতারি কিছু করা,বা জীবনের তাড়াতাড়ি সফলতার উপায়।
![]() |
Old Man |
আসালামু আলাইকুম।
জীবনে তারাতারি সফল হওয়ার উপায়।
তাই আমাদের জীবনে যত তাড়াতাড়ি সম্ভব ভালো কিছু করার দরকার।আমাদের জীবনে তাড়াতাড়ি ভালো কিছু করতে চাইলে এক কাজ নিয়ে পড়ে থাকলে হবে না।আর আমাদের সময়কে কাজে লাগাতে হবে। সব সময় চোখ কান খোলা রাখতে হবে।আমাদের শুধু চাকরি পিছনে ছুটলে হবে না।নিজে কোনো উদ্যোগতা হতে হবে বা কোনো ব্যবসা শুরু করতে হবে।জীবনে যারা ভালো কিছু করেছে তারা হয় ব্যবসা করে বড় হয়েছে না হয় কোনো উদ্যোগতা হয়ে।
আর আপনি যদি কোনো চাকরি করেন তাহলে আপনি চাকরির পাশাপাশি আরও একটা কিছু করার চেষ্টা করুন।চাকরি করে ভালোই আছেন ও জীবন মুটামুটি ভালোই চলছে এইটা ভেবে শুধু চাকরি নিয়ে পড়ে থাকলে হবে না।নিজের চেষ্টা ও ইচ্ছে শক্তি বাড়াতে হবে এবং নতুন ভাবে নতুন কিছু চিন্তা করতে হবে।
আর কোনো কাজ শুরু করে এক বার ব্যর্থ হয়ে কখনই নিরাশ হবেন না। ব্যবসা শুরু করে এক বার লস খেয়ে থেমে গেলে হবে না।যিনি বালব বা লাইট আবিষ্কার করেছেন তিনি দশ হাজার বার ব্যর্থ হওয়ার পরে সফল হয়েছেন।
![]() |
বালব লাইট |