টেইলার্সর ব্যবসা কিভাবে করবেন ও সেলাই কাজ টেইলারিং বিজনেস শুরু করতে কি কি লাগে।
আপনি যদি সেলাই কাজ জানেন আর যদি মনে করে ব্যবসা শুরু করবেন তাহলে আমি মনে করি আপনি খুব ভালো সিগ্ধান্ত নিয়েছেন।কারন আমি অনেকেই দেখেছি সেলাই কাজ জানে আর সুধু সারা জীবন সেলাই করে যায় জীবনে ভালো কিছু করার বা নিজে ব্যবসা শুরু করার চিন্তা করে না।
টেইলার্সের বিজনেস কিভাবে শুরু করবেন।
টেইলারিং ব্যবসা শুরু করতে চাইলে আগে আপনাকে দোকান দেওয়ার জন্য ভালো একটা জায়গা দেখে একটা দোকান খুজে বের করতে হবে।তারপর আপনাকে দোকানটা ভালো করে গুছিয়ে নিতে হবে।টেইলারিং দোকানে সামনের দিকে অবশ্যয় গ্লাস লাগাতে হবে।টেইলার্সে মেয়েদের ও ছোলেদের জামা কাপড় বানানোর জন্য অনেক ধরনের মাপ নিতে হয়। তাই সামনের দিকে গ্লাস গুলুতে মাঝ বরাবর বা বাইরের তাকালে যেই বরাবর তাকালে মানুষের বডি পর্যন্ত দেখা যায় সেই বরাবর 20-25 ইঞ্চি চওরা করে স্টিকার লাগিয়ে নিতে হবে।
নতুন ব্যবসা শুরু করার উপায়।
আর প্রথম প্রথম দুইটা সেলাই মেসিন ও কাটিং করার জন্য একটা কাউন্টার বা টেবিল নিলেই হয়।আরও কিনতে হবে কাপড় কাটা জন্য একটা বড় কেছি ও সেলাই মেসিনের জন্য চোট কেচি।
কাপড়ে দাগ দিয়ে কাটার জন্য চক,ব্লাউজের হোক, টিপ বোতাম,পিউজিং বা কাগজ পেস্টিং, সালোয়ার বকরম, ইঞ্চি ফিতা ও অনেক কালারের অনেক গুলু সুতা কিনতে হবে।