মানুষের জীবনের লক্ষ্যসমূহ কোথায় অর্জিত হয়। আসলে জীবনের করণীয় কি।
আমরা সবাই জানি আমরা সবাই এক দিন মারা যাবো।আমরা মারা যাবার পরে মানুষ আমাদেরকে আর দেখবে না কিন্তু আমাদের ব্যবহার গুলু আমাদের পরিচিত মানুষ গুলুর মনে রয়ে যাবে।মানুষ মানুষকে ভয় পায় না কিন্তু মানুষের ব্যবহারটাকে ভয় পায়।আমাদের শরীরের এখন হয়তো অনেক শক্তি রয়েছে ও পকেটে অনেক টাকা রয়েছে তাই আমরা অনেকেই মানুষের সাথে খারাপ ব্যবহার করি।আমাদের শরীরের শক্তি ও টাকা পয়সা যেকোনো সময় হারিয়ে যেতে পারে।তাই এই সব নিয়ে অহংকার করা ও মানুষের সাথে দূর ব্যবহার করা ঠিক না।
আমরা যত টুকু পারি মানুষকে বিপদে আপদে মানুষকে সাহায্য করবো।আমরা মানুষকে সাহায্য করলে আল্লাহ্ আমাদের সাহায্য করবে।
আমাদের জীবনের মূল লক্ষ উদ্দেশ্যে কি।
আমরা সারা দিন অনেক খারাপ কাজ করি মিথ্যা কথা বলি।তাই আমাদের জীবনে এখন এত বড় বড় বিপদ ও অসুখ হয়। আমরা আমাদের জীবন থেকে সব সব ধরনের খারাপ কাজ গুলু ত্যাগ করার চেষ্টা করবো।আমরা যদি আমাদের জীবন থেকে খারাপ কাজ গুলু ত্যাগ করতে পারি তাহলে বিপদ আপদ ও অসুখ বিসুখ আমাদের জীবন থেকে অনেকটাই কমে যাবে।আর আমাদের জীবনও অনেক সুন্দর হয়ে যাবে।আমাদের জীবনে যতই বিপদ আসুক আমরা যদি মহান আল্লাহর কাছে মন থেকে সাহায্য চাই তাহলে তিনি আমাদের অবশ্যই সাহায্য করবে।
বর্তমানে আমরা সব সময় চিন্তা করি কিভাবে জীবনে ভোগ বিলাসিতা করা যায়। বর্তমান সমাজ আগের সেই জাহেলিয়াতের যুগের মত হয়ে যাচ্ছে।আমাদের আশেপাশে সুদ, ঘুষ, জিনা বেবিচার বেড়ে যাচ্ছে।ছোট ছোট এনজিও গুলু থেকে মানুষকে লোন বা সুদে টাকা দিচ্ছে।আমরা এই এনজিও গুলু থেকে লোন নেওয়াকে হালাল মনে করছি।আমরা কেউ নিজের সঠিক দ্বীন নিয়ে চিন্তা করি না। আমরা যদি এভাবে চলতে থাকি তাহলে আমরা খুব তাড়াতাড়ী ধংস হয়ে যাবো।