মেয়েদের নতুন পায়জামার ডিজাইন কাটিং / সালোয়ার ডিজাইন।
আসসালামু আলাইকুম।
নরমাল সালোয়ারের দেওয়ার জন্য খুবই সুন্দর একটা ডিজাইন।বর্তমান সময়ে নরমাল সালোয়ার খুব কম ব্যবহার করে।এখন প্যান্ট পায়জামা ও প্লাজু ব্যবহার করে সবাই।
নরমাল সালোয়ারের দেওয়ার জন্য খুবই সুন্দর একটা ডিজাইন।বর্তমান সময়ে নরমাল সালোয়ার খুব কম ব্যবহার করে।এখন প্যান্ট পায়জামা ও প্লাজু ব্যবহার করে সবাই।
![]() |
পায়জামা ডিজাইন |
নতুন পায়জামা সালোয়ার ডিজাইন।
আর যদি নরমাল সালোয়ারে ডিজাইন ব্যবহার করে তাহলে এই ধরনের ডিজাইন দিয়ে ব্যবহার করে অনেকে।নরমাল সালোয়ারের থেকে প্যান্ট ও প্লাজু কাটিং করতে ও সেলাই করতে সময় কম লাগে। সময়ের সাথে সাথে মানুষের রুচিও পরির্বতন হচ্চে।আধুনিকতা বাড়ছে মানুষের ভিতরে।আপনি যদি এই ধরনের ডিজাইন করতে চান তাহলে আপনাকে 2½ ইঞ্চি চওরা করে বকরম নিতে হবে।তারপর এক পাশ সমান ও আর এক পাশ ঢেউ ঢেউ করে কেটে নিতে হবে।
![]() |
সালোয়ার ডিজাইন কাটিং |
![]() |
সালোয়ার ডিজাইন কাটিং |
তারপর বকরমের দুইটা মাথা আলাদা আলাদা পাইপিন করে সালোয়ারের পায়ের মুখে বসিয়ে দিতে হবে।আরও কিছু জানতে চাইলে একেবারে নিছে পায়জামার নিচের ডিজাইন তৈরী করার সম্পুর্ন ভিডিওটা দেওয়া আছে।২-৩ বার দেখে নিলেই সব কিছু সহজেই বুজতে পারবেন।
পায়জামা তৈরীর সম্পুর্ন ভিডিওটা দেওয়া আছে।