জীবনে সফলতার চাবি কাটি ও কিভাবে জীবনে খুব তারাতাড়ি সফল হবেন উক্তি।

জীবনে সফলতার চাবি কাটি ও কিভাবে জীবনে খুব তারাতাড়ি সফল হবেন উক্তি।

আসসালামু আলাইকুম।

আমরা যারা কোনো না কোনো চাকরি করি আমাদের চাকরির পাশাপাশি আমাদের সবারই কোনে একটা হাতের কাজ বা অন্য কোনো পার্টটাম কাজ করা দরকার।যেমন আমি এক জন কাটিং মাষ্টার চাকরি করি এবং পাশাপাশি ইউটিবিং করি ও ব্লগিং করি।আমার ভিতরে যদি ইচ্চা শক্তি না থাকত তাহলে আমি কখনই চাকরির পাশাপাশি ইউটিবিং ও ব্লগিং করতে পারতাম না।

জীবনে সফল হওয়ার উপায় / সরলতার চাবিকাঠি 


আপনি হয়তো সরকারি চাকরি করেন এই কারণে ভাবতে পারেন আপনার চাকরি যাবার কোনো সম্ববনা নেই কিন্তু আপনার যদি কোনো সময় বড় ধরনের কোনো দূর্ঘটনা ঘটে বা কোনো একসিডেন্ট হয় তাহলে আপনার চাকরিটা চলে যেতে পারে আর হটাত করে চাকরি চলে গেলে আপনি একে বারে বেকার হয়ে যাবেন। আর আপনার যদি কোনো কাজ জানা থাকে তাহলে আপনার চাকরি চলে গেলেও আপনি কাজ শুরু করতে পারবেন।


আপনি যদি চাকরি করার চিন্তা করেন তাহলে আপনাকে চাকরি করার জন্য মানুষের কাছে গিয়ে চাকরি খুজতে হবে আর যদি আপনার কোনো হাতের কাজ জানা থাকে তাহলে মানুষ আপনাকে খুজবে।আর আমাদের সব থেকে বড় ভুল হচ্চে আমরা যদি কোনো চাকরি করি তাহলে মনে করি চাকরি করে তো ভালোই আছি এ কারণে পাশাপাশি কোনোকিছু করার চেষ্টা করি না।আর আপনি যদি মনে করেন চাকরি করে মুটামুঠি ভালো আছেন এবং পাশাপাশি কোনোকিছু করার চেষ্টা না করেন তাহলে আপনার জীবনে কোনোদিনই ভালো কিছু করতে পারবেন না।


আর আমাদের আজেবাজে সময় নষ্ট করা বন্ধ করে দিতে হবে। যেমন:ইউটিব,ফেইসবুক গেইম ও বন্ধু বান্ধবকেও  অতিরিক্র সময় দেওয়া বন্ধ করে দিতে হবে।আর আপনি যায় করেন আপনার ভিতরে প্রচন্ড ইচ্চা শক্তি থাকতে হবে ও নিজের উপরে বিস্বাস রাখতে হবে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url