নতুন ভাবে জামার কলার ডিজাইন গলার কাটা ও সেলাই l jamar kollar design


জামার কলার ডিজাইন
কলার গলার ডিজাইন

আপনারা অনেকেই প্রশ্ন করেন কিভাবে কলার দেওয়া জামা কাটিং করতে হয়।আসলে আমরা নরমাল জামা যেই ভাবে কাটিং করি কলার দেওয়া জামা সেই ভাবে কাটিং করতে হয়। শুধু একটু চেঞ্জ করতে হয়।যেমন কাধে বা ফুট একটু বড় রাখতে হয় এক থেকে দের ইঞ্চি।আর যদি ফুট বড় না রাখি তাহলে জামার মওরাটা বড় কাটতে হয় বা নিচের দিকে নামিয়ে দিতে হয়।আর কলার সাধারনত অনেক ধরনের হয়।যেমন:পুল কলার, হাফ কলার, হাইনেক কলার।কলার দেওয়া জামার গলা একটু বড় দিতে হয়।নইলে জামার গলা দিয়ে মাথা ডুকতে সমস্যা হয়। 38- 40 বডির জন্য কম্ফক্কে সাত থেকে সাড়ে সাত গলার মাফ দিতে হয়।
ফুল কলার দেওয়া গলা জন্য 38-40 বডির সাইজের  6 ইঞ্চি গলার চরানো ও 3 ইঞ্চি গলার নামানো দিয়ে গোল করে গলা কাটতে হবে কলারের জন্য।

কলার গলার ডিজাইন কাটিং 


গলার ডিজাইন

এবং তারপর কাধ থেকে 7- 7½ ইঞ্চি সোজা করে গলার জন্য কাটতে পারেন বা হালকা ভি গলা বা অন্য কোনো গলার ডিজাইন দিতে পারেন।
কলার ডিজাইন

জামার কলার নেক ডিজাইন

আমাদের মাঝে  অনেকেই জামার কলার কাটতে পারেনা বা কলার কাটিং করতে ভয় পায়।আসলে না পারারও কিছু নেই বা ভয় পাওয়ারও কিছু নেই। সাহস করে কয়েক বার কেটে ফেল্লে সব টিক হয়ে যাবে।প্রথম প্রথম হয়তো তেমন একটা ভালো হবে না কিন্তু কিছু দিন কাটার পর টিক হয়ে যাবে। জামার কলারে শার্ট পেস্টিং দিতে হয়।জামা কলার কাটতে সময়  কলারের যেই অংশটা পিচনে দিকে থাকে সেই অংশটাতে কোনো সেইব দিবো না বা হালকা সেইব দিবো।আর কলারের যেই অংশটা সামনের দিকে থাকে সেই দিকে সেইব দিবো গলা অনুযায়ী বা 2-3 ইঞ্চি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url