 |
বোট গলার ডিজাইন |
আসসালামু আলাইকুম।
বর্তমান সময়ের সব থেকে জনপ্রিয় গলা গুলুর ভিতরে একটা হচ্চে বোট গলা।বোট গলা বের হয়েচে বেশি দিন হয় নি।এখন সচরাচর অনেকেই বোট গলা ব্যবহার করে।বোট গলা বেশি ব্যবহার করে কম বয়সী মেয়েরা ও 40 চল্লিশ বছর বয়সের নিচে যেই সব মহিলা রয়েছে তারা।
নিউ বোট নেক ডিজাইন।
আর চল্লিশ বছর বয়সের বেশি যেইসব মহিলারা বোট গলা পড়ে তারা সাধারনত বোট গলার চরানো কম দেয় আর গোল গলার তম গলাটা একটু নামানো দেয়।বোট গলাটা মানুষের মাথায় এসেছে বোট ও নৌকা দেখে।এই জন্য এই গলার নাম দেওয়া হয়েছে নৌকা গলা বা বোট গলা।এবং এই গলাটা দেখতে কিন্তু অনকটা নৌকার মত লম্বা।
 |
Boat neck design |
এই গলার মাফ সাধারনত চরানো হয় 4½ থেকে 5 ইঞ্চি আর গলার নামানো হয় 5 থেকে 5½ ইঞ্চি।আর
বোট গলার ভিতরে অনেক ডিজাইন বের হয়েছে এখন।
এই গুলু হচ্চে
বোট গলার কয়েকটা ডিজাইন।
 |
বোট গলা |
 |
বোট নেক |