হাইনেক গলা | হাই নেক কলার ডিজাইন | জামার কলার গলা | Halter Neck

Halter Neck বা হাইনেক গলা।
হাইনেক গলার ডিজাইন 

আসসালামু আলাইকুম।
Halter Neck বা হাইনেক গলা ও কলার এটা খুবই সুন্দর একটা গলা।এই গলাটা অনেক আগে থেকেই ব্যবহার করে আসছে।এই গলাটা অনেকে কামিজে দেয় আবার অনেকে ব্লাউজে ব্যবহার করে।আবার অনেক হাইনেক বলতে বোঝে আমরা যেইটারে হাফ কলার বলি সেটাকে অনেকে হাইনেক কলার মনে করে।

Halter Neck বা হাইনেক গলা।

যারা নতুন দর্জি কাজ শিখছে তাদের জন্য হাইনেক গলাটা বানানো একটু কষ্টকর হয়ে উঠে।দুই একবার বানানোর পরে ঠিক হয়ে যায়।হাই নেক গলা কাটার সময় গলার চরানোটা একটু কম দিতে হয়।যেমন আমরা এমনিতে সাধারনত একটা কামিজ কাটার সময় গলার চরানো দেয় তিন ইঞ্চি।আর হাইনেক গলা কাটার সময় গলার চরানো হয় 2½ ইঞ্চি বা তারও একটু কম।এবং গলা কাটার সময় সামনের পাটে গলার দিকে কলারের জন্য লম্বা করে বারতি কাপড় রাখতে হয়।আর কাপড় বারতি না রাখলে গলা বানানোর সময় বারতি কাপড় জয়েন্ট দিতে হয়।
হাইনেক গলা কাটিং 
এবং গলা বানানোর সময় যখন পিওজিং বা বকরম কাটা হয় তখন ঐ পিওজিং বা বকরমের যেই অংশটা গিচনের গারের দিকে থাকবে সেই অংশটা একটু চওরা রাখতে হয় এক থেকে সএক ইঞ্চি।এবং হাইনেক গলায় পাইপিন দিলে আরও বেশি সুন্দর লাগে।
জামার গলার ডিজাইন 


আপনি যদি নিজে হাইনেক গলা বানাতে চান তাহলে হাইনেক গলা বানানোর সম্পুর্ন ভিডিওটা নিচে দেওয়া আছে দেখে নিতে পারেন।আপনাদের যেন বুঝতে সহজ হয় এই জন্য আমরা ইউটিব দুইটা ভিডিও দিয়ে দিয়েছি। আমরা এই ভিডিও গুলু তৈরী করেছি ইউটিবে শেয়ার করার জন্য।

হাইনেক গলার ডিজাইন কাটিং ও সেলাই ভিডিও গুলু
1:

2:

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url