জামা কাটার মাপ। জামা কাটিং করার সম্পূর্ণ মাপ ও হিসাব
![]() |
আমরা অনেকেই জামা কাপড়ের মাপ বুঝি না।জামা কাটতে অনেক ধরনের মাপ লাগে।যারা অর্ডারী সেলাই কাজ করে তাদের মাপে ধরণ এক রকম।আর যারা রেডিমেড কাজ করে তাদের সেলাই কাজের মাপের ধরণ আরেক রকম।
জামা কাটিং করার সম্পূর্ণ মাপ, হিসাব ও সেলাই কাজ।
সাধারণ ভাবে জামা কাটিং করতে গেলে মাপ লাগে।লম্বার মাপ।
বডির মাপ।
কোমরের মাপ।
হিফের মাপ।
সাইডে ফারার মাপ।
নিচের গেরের মাপ।
হাতার লম্বার মাপ।
হাতার মুখের মাপ।
আর বাকি মাপ গুলু এই মাপ গুলুর উপরে আইডিয়া করে দেওয়া হয়।আর কারো শরীর থেকে মাপ নিলে বডি,কোমর ও হিফের পিটিং মাফের থেকে দুই_আড়াই ইঞ্চি বেশি দিয়ে কাটিং ও সেলাই করতে হয়।এই গুলু হচ্চে অর্ডারী কাজের নিয়ম।
রেডিমেড সেলাই কাজ।
রেডিমেট সেলাই কাজে তেমন কোনো মাপ ধরে কাজ করতে হয় না।শুধু সাইজটা ঠিক থাকলেই হয়।যেমনঃ ৩৪-৩৬-৩৮-৪০-৪২-৪৪-৪৬ সাইজ।
সালোয়ার কাটিং করার জন্য মাপ লাগে।
লম্বার মাপ।কোমরের মাপ।
পায়ের মুখের মাপ।
কোমর পার্টের মাপটা যদি জামা থেকে বা শরীর থেকে নেওয়া হয় তাহলে আট ইঞ্চির মত লুজ দিতে হয়।
Home>