নিজের ব্যবহার করার জন্য কোন সেলাই মেশিন কিনবেন বাটারফ্লাই, সিঙ্গার অন্যান্য

সেলাই মেসিনের দাম কত
সেলাই মেসিন

অনেকেই ভাবছেন সেলাই মেশিন কিনবেন।কিন্তু কি মেশিন কিনবেন বুঝতে পারছেন না।বাজারে তো অনেক ধরনের মেসিন রয়েছে যেমন : বাটারপ্লাই, সিঙ্গার, জ্যাক, জুকি।আমার এর ভিতরে রয়েছে মটরছারা মেশিন,বড় মটর ওয়ালা গার্মেন্টসের মেশিন, ছোট সারবো মটর মেশিন, মটর ছারা অটো সেলাই মেশিন। 

আসলে আপনি কোন ধরনের মেসিন কিনবেন সেটা নির্ভর করে সম্পূর্ণ আপনার উপরে ও আপনার কাজের উপরে।আগের যেই সব সেলাই মেশিন বা ফুট মেশিন মানুষ ব্যবহার করত এই গুলু এখন আর কেউ ব্যবহার করে না।

নতুন/ পুরাতন কোন সেলাই মেশিন কিনবেন। 

আপনি যদি মনে করে আপনি বাসায় নিজের টুকটাক কাজ করবেন তাহলে আপনি বাটার প্লাই,সিঙ্গার বা অন্যান্য যেইসব নরমাল সেলাই মেশিন বা ফুট মেশিন রয়েছে এই গুলু কিন্তে পারেন।বা যেই সব মেশিন হাতে চালায় ঐ গুলু কিনতে পারেন।
সেলাই মেসিনের দাম কত
সেলাই মেসিন 
আর আপনি যদি মনে করেন ব্যবসা করবেন বা কোনো টেইলার্সের দোকান দিবেন তাহলে আপনি বর্তমানে যেই সব জ্যাক ও জুকি বা অন্যান্য অটো মেসিন বের হয়েছে এই মেশিন গুলু  কিনতে পারেন।অটো মেসিন গুলু তে কারেন্ট অনেক কম খরচ হয়।আওয়াজ অনেক কম ও নতুন নতুন অনেক সুবিধা রয়েছে।

নতুন/পুরাতন সেলাই মেশিনের দাম কত

আর আপনি যদি বাসায় অর্ডার রেখে বাসায় কাজ করেন তাহলেও আপনি অটো সেলাই মেশিন কিনতে পারেন।বর্তমানে অটো মেসিন গুলুর দাম একটু বেশি কারণ মার্কেটে নতুন এসেছে ও অনেক সুবিধা রয়েছে।আপনি মার্কেট থেকে নতুন কিনতে চাইলে দাম পড়বে সতেরো থেকে আঠারো হাজার টাকা।এছারা মার্কেটে আপনারা অনেক কোম্পানির মেশিন পাবেন সবসময় চেষ্টা করবেন দাম একটু বেশি হলেও ভালো একটা কোম্পানির মেশিন কেনার জন্য।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url