আধুনিক কাটিং ও সেলাই শিক্ষা।সেলাই কাজ।সেলাই প্রশিক্ষণ কেন্দ্র ঢাকা।

আধুনিক কাটিং ও সেলাই শিক্ষা।সেলাই কাজ।
সেলাই কাজ  
আসালামু আলাইকুম।

 আধুনিক কাটিং ও সেলাই কাজ বলতে আমরা বুঝি নতুন নতুন যেই সব ডিজাইন বের হয়েছে।ও এই যুগে এসে সেলাই মেশিন গুলুও পরিবর্তন হয়েছে।আগের মেশিন গুলু চালানো হত হাতে বা পায়ের সাহায্য।কিন্তু এখন পায়েয় চালানো হয় কিন্তু আগের মত এতো পরিশ্রম হয় না।

আর বর্তমানে সময়ের সাথে সাথে জামার ডিজাইন,গলার ডিজাইন গুলুরও অনেক চেঞ্জ এসেছে।কাপড়েরও কোয়ালিটি পরিবর্তন হয়েছে।নতুন অনেক কোয়ালিটির কাপড়ও এসেছে মার্কেটে।

আর বর্তমানে যেইসব নতুন নতুন জামার ডিজাইন, গলার ডিজাইন বের হয়েছে এই গুলু অনেকে পারে না।এই ডিজাইন গুলু পারে না কারন তাদের সেলাই কাজের অভিজ্ঞতা কম ও  তারা দর্জি কাজ ভালোভাবে  শিখেনি।

আপনি যদি আধুনিক কাটিং ও সেলাই শিখতে চান তাহলে আপনাকে আগে ভালোভাবে সেলাই শিখতে হবে।সেলাই শেখার পর আপনাকে কাটিং শিখতে হবে।এবং আপনি কাটিং ও সেলাই এই দুইটা যদি ভালোভাবে শিখতে পারেন তাহলে আপনি যেকোনো ডিজাইন করতে পারবেন।

আপারা অনেকেই ইুউটিবে ভিডিও দেখে ও বই পড়ে সেলাই কাজ শিখেতে চান।আসলে এভাবে শেলাই কাজ শেখা যায় না।আপনি যদি সত্যিই সেলাই কাজ শিখতে চান তাহলে আপনি কোনো দর্জির দোকানে বা কোনো দক্ষতাশীল কারিগরের কাছে গিয়ে কাজ শিখুন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url