জামার কলার গলার নতুন ডিজাইন ২০২২ | নতুন জামার গলার ডিজাইন
![]() |
জামার ডিজাইন |
যারা কলার দেওয়া জামা পড়েন তাদের জন্য খব সুন্দর একটা ডিজাইন।আমরা এই ডিজাইনটা হাতা ছারা জামার করেছি।আপনারা ইচ্চে করলে হাতা সহ পড়তে পাড়েন। এই ডিজাইনটা করতে তেমন কোনো ঝামেলা নেই।কলারটা বানাতে ও বোতাম গুলু লাগাতে একটু সময় লাগে।কলার দেওয়া জামা গুলু সেলাই করতে একটু বেশি সময় লাগে।
![]() |
জামার গলার ডিজাইন |
এই ডিজাইনটা করতে চাইলে আপনাকে আগে ভালোভাবে ভিডিওটা দেখতে হবে ২-৩ বার।তার পর চেষ্টা করলেই করতে পারবেন।
আর যারা দর্জি কাজে দক্ষতাশীল তারা খুব সহজেই করতে পারবে ডিজাইনটা।যারা সেলাই কাজ ভালোভাবে জানে এবং দর্জি কাজ সম্পর্কে ভালো দক্ষতাশীল তারা যেকেনো ডিজাইন খুব সহজেই করতে পারে।
![]() |
গলার ডিজাইন সেলাই |
জামার ডিজাইন ভিডিও
আপনি কোনো দোকানে বা ভালো কোনো দর্জি কারিগরের কাজে গিয়ে এক বছর টিক মত মন দিয়ে দেষ্টা করলেই পারবেন।