কামিজে চেইন লাগানোর নিয়ম | জামায় চেন ও টিকেন কেন দেয়া হয়।

কামিজে চেইন লাগানোর নিয়ম
কামিজে চেইন লাগানোর নিয়ম

আসালামু আলাইকুম।

আমরা অনেকেই জানি না জামায় বা কামিজে টিকিন কেন দেওয়া হয়।যারা জামায় টিকিন ও চেন ব্যবহার করে তারা সাধানত জামা ফিটিং পড়ে।

জামায় টিকিন দেওয়া হয় জামার বডির থেকে কোমরের সেইবটা যদি বেশি হয়।টিকিন দিলে জামা বডিতে সুন্দর ভাবে বসে।এবং জামা যদি পিটিং পড়ে তাহলে সেইব টিকিন দেওয়া হয়।

জামায় চেন দেওয়া হয় জামা পিটিং পড়লে জামা বডিতে ডুকাতে সমস্যা হয়।জামা পিটিং পড়লে  জামার কোমর অনেক চাপা থাকে এবং জামা শরীরে ডুকানো সময় জামার কোমরের অংশটা বডি আসে না।এই কারণে জামায় চেন দেওয়া হয়।আর চেনের মাপ হয় সাধারনত কোমর দাগ থেকে এক দের ইঙ্চি নিচে পর্যন্ত চেন নামানো হয়।

আবার অনেকে চেন দেয় সামনের দিকে।সামনের দিকে চেন দেয় যাদের ছোট বাচ্চা থাকে।বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য।আবার অনেকে চেন দেয় গলা ছোট দিলে মাথা ডুকানোতে যেন সমস্যা না হয়।

এছারাও জামায় অনেকে হাফ চেন দেয়।হাফ চেন বলতে শুধু জামার মাঝখানে কোমরের পিছন দিকে থাকে ৬-৭ ইঞ্চি পরিমান থাকেন।

বর্তমানে অনেক ধরনের চেন বের হয়েছে।যেমনঃ উল্টা চেন,স্টিলের চেন।ষ্টিলের চেন গুলু একটু মোটা হয় ও অনেক লম্বা থাকে।ষ্টিলের চেন গুলু জামার ও ব্লাউজের সামনের দিকে দেওয়া হয়।
Next Post Previous Post
1 Comments
  • Suhag Online
    Suhag Online January 3, 2020 at 1:59 PM

    helpful

Add Comment
comment url