২০২৪ সালের জামার হাতার নতুন ডিজাইন তৈরী করার সম্পূর্ণ নিয়ম।
![]() |
hatar design |
জামার হাতার এ ডিজাইনটা বের হয়েছে বেশ কিছু দিন হয়।এই ডিজাইনটা সবাই ব্যবহার করে না।কারণ এই ডিজাইন গুলু নরমাল জামায় খুব কম ব্যবহার করা হয়।এই ডিজাইনটা কয়েক ভাবে করা যায়।যারা একটু পর্দা করে চলাফেরা করে তারা হাতার মাঝখানে মুকতা গুলুর নিছে কাপড় দিয়ে দেয় যেন হাত দেখা না যায়।
জামার হাতের নতুন ডিজাইন
যারা সেলাই কাজ মুটামুটি পারে এই ডিজাইনটা তারাও পারবে।কারণ এটা তেমন কঠিন কোনো ডিজাইন না।খুব সুন্দর ও সহজ একটা ডিজাইন।আপনি যদি এই ডিজাইনটা আপনার জামায় দিতে চান তাহলে এই পিকচারটা টেইলার্সে গিয়ে দেখালেই করে দিবে।এই জামা গুলু পরার কিছু দিন পরে একটা সমস্যা হয় মুকতা গুলু খলে যায়।তাই এই ডিজাইনটা অনেকে একবার ব্যবহার করলে আরেক বার ব্যবহার করতে চাই না।তাই আপনি যখন টেইলার্সে জামাটা বানাতে দিবেন তখন বলবেন মুকতা গুলু যেন ভালোবাভে হাত সুই দিয়ে সেলাই দিয়ে আটকে দেয়।
সালোয়ার কামিজের হাতার ডিজাইন
আর আপনি যদি বাসায় সেলাই করেন তাহলে মুকতা গুলু লাগানোর সময় চার নাল সুতা দিয়ে লাগাবেন।আর ৩-৪ টা গিট দিবেন।তাহলে জামা ছিরে গেলেও মুকতা ছুটবে না।আর টেইলার্স থেকে আনার পর যদি মুকতা গুলু ছুটে যায় তাহলে নিজেই একটু বাসায় বসে ভালোভাবে আটকে নিবেন তাহলে জামা গুলু অনক দিন পড়তে পারবেন।![]() |
হাতার ডিজাইন |