বোট গলার ডিজাইন কাটিং ও সেলাই | boat neck dress | boat neck design.
![]() |
boat neck design |
আসালামু আলাইকুম।
আমি সোহাগ রয়েছি আপনাদের সাথে। আজ কথা বলব বোট গলা বা নৌকা গলা নিয়ে। বোট গলা মার্কেটে এসেছে বেশি দিন হয় নি।কিন্তু বোট গলা এখন অনেকেই ব্যবহার করছে। বোট গলাটা এসেছে বোট বা নৌকা থেকে।এই কারণে বোট গলাকে বোট গলা বা নৌকা গলা বলা হয় এবং বোট গলা নৌকার মত চরানো হয়। বোট গলার চরানো একটু বেশি দিতে হয়।বোট গলার চরানো হয় সাধারণত চরানো হয় পাচ থেকে সাড়ে পাচ ইঞ্চি।অনেকে গলার চরানো আরও কমও দেয় আবার বেশিও দেয়।গলার চরানো যদি কম দেয় তাহলে গলার নামানোটা বেশি দিতে হয়।এছারাও অনেক সময় কাষ্টমার বলে গলার চরানো কম বেশি দিতে।
বোট নেক ড্রেস ডিজাইন কাটিং
বোট গলা দুই ভাবে দিতে পারেন।একটা হচ্ছে সামনে পিছনে সমান আর একটা হচ্ছে পিছনে একটু উটানো ও সামনে একটু নামানো।বোট গলা সামনে পিচনে সমান দিলে গলার চরানো পাচ ইঞ্চি বা সাড়ে পাচ ইঙ্চি রেখে গলার নামানো দিতে হয় ৪ বা সাড়ে চার ইঙ্চি ।আর যদি পিচনে উটানো ও সামনে একটু নামানো দেন তাহলে গলার মাপটা ধরতে হয় চরানো পাচ বা সাড়ে পাচ ইঙ্চি রেখে নামানো দিতে নয় পিছনে ৩ ইঞ্চি ও সামনে ৫ ইঞ্চি। এছারাও বোট গলায় অনেক ডিজাইনও দেওয়া যায়। যেমন সামনে একটু সোজা কাটা দিতে পারেন।এছারাও গলার নিছে একটু গোল করে কাটা দিয়ে দিতে পারেন। এছারাও গলার সাইডে একটু কাটা দিতে পারেন।নৌকা / বোট গলার ডিজাইন
এছারাও বোট গলার ভিতরে অনেক ডিজাইন দেওয়া যায়।আবার অনেক সময় গলার নিছের দিকে কাজ থাকে এই কারনে গলা নিচের দিকে নামাতে সমস্যা হয় কাজ কাটা পড়ে।কাজ যেন কম কাটা পড়ে এ কারনে বোট গলা দেওয়া হয়। অনেকে মোটা বা হেলদি হওয়ার কারনে বোট গলা দেয়।কারণ অন্যন্যা সব গলা গুলু গলার চরানও কম থাকে এবং বোট গলার চরানো অনেক বেশি হয় এ কারনে হেলদি বা মোটা মানুষের পড়তে সুবিধা হয়।
জামার গলার ডিজাইন কাটিং ভিডিও