পাঞ্জাবি গলার ডিজাইন। New Punjabi Design | punjabi neck designs for salwar kameez
পাঞ্জাবি আমাদের মাঝে অনেকেই ব্যবহার করে।পাঞ্জাবি টাইট পিটিং পড়ার থেকে একটু লুজ লুজ পড়লে অনেক ভালো লাগে।পাঞ্জাবি গলার ভিতরে অনেক গুলু ডিজাইনও রয়েছে।পাঞ্জাবি গলা অনেকের সেলাই করতে সমস্যা হয়।কিন্তু আপনি যদি দুই চারটা পাঞ্জাবির গলা সেলাই করেন তারপর আর সমস্যা হবে না।দুইটা তিনটা সেলাই করলে আপনি সব কিছু আস্তে আস্তে বুঝে যাবেন।
![]() |
পাঞ্জাবি গলার ডিজাইন |
জামায় পাঞ্জাবি গলা ব্যবহার করলে জামা একটু লুজ লুজ পড়তে হয়।জামায় পাঞ্জাবি গলা ব্যবহার করলে অনেকে জামার সাইডে পকেটও ব্যবহার করে।জামার সাইডে পকেট অনেক ভাবেই দেওয়া যায়।আবার অনেক জামা পুরো পাঞ্জাবীর মতই সেইম করে সেলাই করে।পাঞ্জাবী গলা অনেক গুলু ধরন রয়েছে।
New Punjabis Design 2021
অনেকে সামনে পাঞ্জাবি প্লেট দিয়ে ছোট করে গোল গলা দেয়।আবার অনেকে সামনে পাঞ্জাবি প্লেট দিয়ে বেন কলার দেয়।এছারাও পাঞ্জাবি প্লেট দিয়ে অনেকেই শার্ট কলার দেয়।পাঞ্জাবি গলার ভিতরে ছেলে ও মেয়েদের মাঝে একটু পার্থক্য রয়েছে।যেমন ছেলেদের বাম পাশে প্লেইটা উপরে থাকে ও নিছের দিকটা ডান পাশে হয়।আর মেয়েদের বোতামের প্লেইটা ডান পাশেরটা উপরে ও বাম পাশেরটা নিছে দিকে হয়।এছারাও ছেলেদের বেন কলারের কোনার মাথাটা সোজা হয় আর মেয়েদের বেন কলারের মাথাটা রাউন দিতে হয়।
এছারাও পাঞ্জাবি প্লেট অনেকে ডাবল দেয়।ডাবল বলতে উপরের যেই অংশটাতে বোতামের গাট করা হয় সেই বোতামের গড় গুলু যেন দেখা না যায় সে জন্য উপরের প্লেইটের নিচে চোট করে আরেকটা প্লেটের কাপড় ধরা হয় এবং বোতামের গড় গুলু নিচের পার্টটাতে করা হয়।
পাঞ্জাবির গলা ও কলারের মাপ।
আমারা অন্যন্যা যেসব গলার ডিজাইন করি কোমরের দাগ পর্যন্ত।কিন্তু পাঞ্জাবি গলার প্লেট টা নামানো হয় কাধের মার্জিন থেকে ১২ ইঞ্চি ।১২ ইঞ্চির কম বা বেশি নামালে দেখতে খারাপ দেখা যায়। পাঞ্জাবির গলায় শেরওয়ানি কলার দিলে গলার মাপে সমান গলার দিলেই হয় আর নরমাল ভাবে কলার দিলে গলার মাপের থেকে এক ইঞ্চি বড় দিতে হয়।
পাঞ্জাবি গলার ভিডিও