নতুন জামার গলার ডিজাইন কাটিং ও সেলাই করার নিয়ম | Latest Beautiful Boat Neck Design | বোট গলা
G.A.Suhag
28 Feb, 2020
বোট গলার ডিজাইন
আসসালামু আলাইকুম।
এই গলার ডিজাইনটা বোট গলার ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইন।বোট গলার ভিতরে আরও অনেক ডিজাইন রয়েছে।এই ডিজাইনটা আপনি বোট গলা ও অনন্যা গলায়ও করতে পারেন।এই গলাটার মাঝখানে একটু কাটা দেওয়া রয়েছে এটা ভালোভাবে লক্ষ না করলে বুঝা যায় না।
এই ডিজাইন গুলু আপনি সব ধরনের কাপড়েই করতে পারবেন।এছাড়াও জরজেট জামায় বোট গলার এই ডিজাইনটা দিলে ভালো হয়।আপনি যদি বোট গলায় এই ডিজাইনটা না দিতে চান তাহলে আপনি গোল গলায় দিতে পারেন।কারণ বোট গলা একটু বেশি চরানো হওয়ার কারনে অনেকে বোট গলা ব্যবহার করতে চাই না।তাই যারা জামায় বোট গলা ব্যবহার করে না তারা গোল গলা বা অন্য কোনো গলায় এই ডিজাইনটা দিতে পারেন।
জামার নতুন গলা কাটিং ও সেলাই।
এই গলাটা খুব সহজেই কাটিং ও সেলাই করা যায়।আপনি যদি নিজে টুকটাক কাটিং ও সেলাই করতে পারেন তাহলেই এই গলাটা তৈরী করতে পারবেন।এই গলাটা তৈরী করা জন্য আমাদেরকে প্রথমে নরমাল ভাবে বোট গলা কাটিং করতে হবে।
বোট গলা
তারপর ১ ইঙ্চি পরিমান জামার সামনের গলা থেকে গলা অনুযায়ী কাপড় কাটব।
পেষ্টিংটা আইরন বা সেলাই দিয়ে আলাদা কাপড়ে বসিয়ে নিবো।
কাপড়টা পেষ্টিং এর মাপে কেটে গলার পাশটা পাইপিন করবো।
গলা পাইপিন
এবার জামার বডিতে গলার দিকটা পাইপিন করবো।
গলা পাইপিন
তারপর পট্টিটা সেলাই দিয়ে বডিতে বসিয়ে নিবো।
গলা সেলাই
তারপর ৪-৫ টা পেন্টের বোতামের মত বড় বোতাম পাইপিনের কালার কাপড় দিয়ে পেচিয়ে সুতা দিয়ে ভালোভাবে গিট দিয়ে হাত সুই দিয়ে সামনে লাগিয়ে নিবো এক থেকে দের ইঙ্চি ফাকা ফাকা করে।
আমি যেভাবে বলেছি এভাবে আপনাদের বুঝতে সমস্যা হতে পারে। তাই আমি এই গলা তৈরির সম্পূর্ন ভিডিটা নিছে দিয়ে দিবো।আপনারা এই ভিডিওটা ২-৩ বার দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন।এছারা আপনি যদি কাজ না পারেন তাহলে যেকোনো ভালো টেইলার্সে এই গলার পিকচারটা দেখালে তারা আপনার জামায় ডিজাইনটা দিয়ে দিবে।
ভিডিও
যারা বেশির ভাগ বোট গলা ব্যবহার করেন তাদের জন্য এই বোট গলার ডিজাইনটা খু ভালো একটা ডিজাইন।কারন যেকোনো জামায় এই ডিজাইনটা আপনি ব্যবহার করতে পারবেন নরমাল ড্রেস হোক বা পার্টিতে যাবার ড্রেস হোক আর অফিসিয়াল ড্রেস হলেও।