নতুন নতুন জামার ডিজাইন।New Neck Design. জামার গলার ডিজাইন।

বেবি জামার ডিজাইন
বেবি জামার ডিজাইন
নতুন জামার গলার ডিজাইন।

আসালামু আলাইকুম।

যারা নতুন সেলাই কাজে এসেছেন তাদের জন্য নতুন নতুন জামার ডিজাইন গুলু করতে একটু সমস্য হয়।কিন্তু যারা সেলাই কাজে পুরাতন হয়ে গেছে তারা নতুন পুরাতন যেকোনো ডিজাইন খুব সহজেই করেতে পারে।

যাদের জামার ডিজাইন বা গলার ডিজাইন করেত সমস্যা হয় তাদের এখনো ভালোবাভে সেলাই কাজ শেখা হয় নি।এবং ভালো কারও কাছে বা ভালো কোনো জায়গায় কাজ শেখেননি।
নতুন জামার গলার ডিজাইন।
নতুন জামার গলার ডিজাইন।
আমি যখন প্রথম প্রথম সেলাই কাজ শিখি তখন আমার কাজ করতে ভালো লাগত না।কারন কামি কোনো কাজ ঠিক মত পারতাম না ও কাজ বুঝতাম না।কিন্তু এখন আমি সব কাজ পারি তাই আমার এখন কাজ করতে ভালোলাগে।এবং কাজ করে অনেক মজাপাই ও যেকোনো ডিজাইন খুব সহজেই করতে পারি।

আমি যখন প্রথম সেলাই কাজ শিখি তখন আমি অনেক কয়েক বার ভেবেছিলাম সেলাই কাজ ছেড়ে দিবো।কিন্তু আমি যদি তখন সেলাই কাজ ছেড়ে দিতাম তাহলে আমি আজকে টেইলারিং ব্যবসা শুরু করতে পারতাম না।সেলাই কাজ নিয়ে ইউটিবিং ও ব্লগিং করতে পারতাম না।তাই সেলাই কাজে এসে কয়েক দিন কাজ করে ধৈর্য্য হারা না হয়ে টিক মত সেলাই কাজটা শিখলে আপনার জীবনে ভবিষ্যতে অনেক কাজে আসবে।সেলাই কাজ করে অনেক ভালোকিছু করতে পারবো।

আপনি যখন সেলাই কাজে দক্ষতাশীল হয়ে যাবেন তখন আপনি যেকোনো ডিজাইন খুব সহজে করতে পারবেন।এবং সেলাই কাজ করে অনেক মজা পাবেন।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url