 |
sleeves designs |
জামার হাতার ডিজাইন গুলুর ভিতরে এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন।এই ডিজাইনটা দুই ভাবে করা যায় একটা পাইপিন দিয়ে আরেক ভাবে কুছি দিয়ে।আমার মনে হয় পাইপিনের থেকে কুচি দিয়েই সুন্দর হয় বেশি।আর বুতাম গুলু অনেকে দেয় আবার অনেকে দেয় না।পাইপিন দিয়ে করলে বা কুচি দিয়ে করলে হাতার কাটিং কিন্তু একই রকম।
স্টাইলিশ নতুন জামার হাতার ডিজাইন
এই পর্যন্ত যারা এই
হাতার ডিজাইন সেলাই করেছে ও ব্যবহার করেছে তারা সবাই কুচি যায়গায় পাইপিন দিয়েছে।তাই আমি এই ডিজাইনটা কুছি দিয়ে করেছি।কুচি দেওয়ার আগে ভেবে ছিলাম কুচি দিয়ে মনে হয় তেমন ভালো হবে না।কিন্তু কুচি দেওয়ার পরে দেখলাম পাইপিনের থেকে কুচি দিয়ে অনেক সুন্দর হয়েছে।কুচি দেওয়ার জন্য আমরা যেই কাপরটা নিবো সেই কাপরটা কুচি দেওয়ার আগে আইরন দিয়ে বা সেলাই দিয়ে ভেঙ্গে নিবো।তাহলে কুচিটা অনেক সুন্দর হবে।
পাইপিনের থেকে কুচি দিতে সময় অনেক বেশি লাগে।এই
হাতার ডিজাইনটা করার জন্য হাতাটা প্রথমে নরমাল ভাবে কাগজে কেটে নিতে হবে। তারপর এই ডিজাইনটা কাগজেই কেটে নিতে হবে।এই কাগজের পরমাটা দিয়ে হাতাটা কাটতে হবে।এছারাও আপনি যদি এই ডিজাইনটা তৈরি করতে চান তাহলে আপনার বুঝার সুবিধার্তে নিছে একটা ভিডিও দিয়ে দিবো।
বড়দের কামিজের হাতার নতুন ডিজাইন।
এই ভিডিওটা দেখলে আপনি সবকিছু খুব সহজেই বুঝতে পারবেন।আমারা এই ভিডিওটা তৈরী করেছি এই ভিডিওটা দেখে আপনারা যেন সব কিছু সহজেই বুঝতে পারেন।এই ভিডিওতে হাতাটা কাটিং থেকে সেলাই সব কিছু দেওয়া আছে।এছারাও অনেক
হাতার ডিজাইন রয়েছে। কিন্তু শর্ট হাতার ভিতরে এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন। এই ডিজাইনটা পহেলা বৈশাখের জামায় এবং ডান্স ও নূত্য করার জন্য যেই সব জামা, ব্লাউজ তৈরী করা হয় এই গুলুতে এই ডিজাইনটা বেশি ব্যবহার করা হয়।
 |
হাতার ডিজাইন |
 |
হাতার ডিজাইন কাটিং |
 |
হাতার ডিজাইন |
এছারাও
শর্ট হাতার ভিতরে আরও অনেক
হাতার ডিজাইন রয়েছে।ঐ হাতা গুলুতে এতো সময় লাগে না।ফুল হাতার থেকে শর্ট হাতা সেলাই করতে সময় কম লাগে।