খুব সুন্দর বড়দের নতুন জামার নেক ডিজাইন কাটিং ও সেলাই
![]() |
নেক ডিজাইন |
![]() |
সালোয়ার কামিজের গলার ডিজাইন।
এই জামার যেই বোতাম গুলু দেওয়া হয়েছে এউ বোতাম গুলুকে গিট্টু বোতাম বলে।গিট্টু বোতাম না দিয়ে আপনারা সু বোতাম বা লুব বোতামও দিতে পারেন।এই ডিজানটা অনেকটা আংঙ্গারাক্কা কাটিং এর মত।আপনি যদি এই ডিজাইনটা জামার নিচ পর্যন্ত করেন তাহলে জামার নিচের দিকে ১০-১২ ইঞ্চির মত কাটা রাখতে পারেন।লুব বোতাম দিলে পাইপিনের বাম পাশে বোতাম দিবেন আর সু বোতাম দিলে পাইপিনের ডান পাশে দিলে ভালো হয়।নিউ ডিজাইন কাটিং ও সেলাই।
এ জামার ডিজাইন কাটিং ও সেলাই করতে চাইলে আপনাকে প্রথমে নরমাল ভাবে কামিজ কেটে নিতে হবে।যদি এই পাইপিনটা শুধু কোমর পর্যন্ত রাখি তাহলে কোমরের দাগ সমান কেটে হাফ বডি আলাদা করে নেবো সামনের পার্টের।
হাফ বডি আলাদা করার পর গোল গলা কেটে নিবো।
গোল গলা কাটার পর গলার মাঝ খান থেকে হালকা সেইব দিয়ে ২-৩ ইঞ্চির মত বাম দিকে এনে সোজা নিচের দিকে কেটে নামিয়ে দিবো।
তারপর হাফ বডির দুই পার্টের মাপে আলাদা কাপড় দিয়ে আরও দুইটা পার্ট কেটে নিবো সব দিকে হাফ ইঞ্চি বড় রেখে।আসল পার্ট দুইটা বাদ দিয়ে দিবো।হাফ ইঞ্চিি বড় কাটা দুইটা পার্টের বাম পাশেটার শুধু গলাটা পাইপিন করবো আর ডান পাশের পাটের গলা সহ একবারে হাফ বডির নিচ পর্যন্ত পাইপিন করে ফেলবো।
জামার গলার ডিজাইন কাটা
তারপর বাম পাশের পার্টটার উপরে ডান পাশের পার্টটা রেখে সেলাই দিয়ে আটকে নিবো।তার আগে যদি লুব বোতাম দিলে লুব গুলু বানিয়ে সেলায়ের ফাকে ডুকিয়ে নিবো।আর গিট বোতাম দিলে বোতাম গুলু বানিয়ে সেলায়ের মাঝখানে দিয়ে দিবো।সুবোতাম দিলে সু বোতাম পুরো জামা সেলাই করার পরেও লাগানো যায়।বাম পাশ ডানপাশের সাথে সেলাই দিয়ে আটকানো হলে হাফ বডির সাথে নিচের পার্টটা সেলাই দিয়ে আটকে নিবো।
কাটিং ও সেলাই ভিডিও