জ্যাক, জুকি, সিঙ্গার, ওয়ালটন সেলাই মেশিনের দাম ও সেলাই কাজ শেখা
আসসালামু আলাইকুম।
যারা ভাবছেন সেলাই মেশিন কিনবেন তাদের জন্য আমাদের এই আজকের লেখাটা।আপনি যদি মনে করেন সেলাই কাজ শিখবেন তার জন্য সেলাই মেশিন কিনবেন তাহলে একদম ভুল করবেন।আপনি আগে সেলাই কাজ শিখবেন তারপর সেলাই মেশিন কিনবেন।কারণ অনেকে মনে করে কাজ শেখা অনেক সহজ এবং একটা সেলাই মেশিন কিনে কয়েক দিন চেষ্টা করলেই শিখে যাবে এবং এটা মনে করে অনেকে সেলাই মেশিন কিনে।তারপর সেলাই মেশিন কিনে কয়েক দিন চেষ্টা করার পর শিখতে পারে না তাই পরে সেলাই মেশিন বিক্রি করে দেয়।এই রকম আমাদের কাছে অনেকেই সেলাই মেশিন বিক্রি করতে এসেছে।
সেলাই মেশিন কেনার সময়।
অনেকে ভাবছেন কিস্তিতে সেলাই মেশিন কিনবেন।কিস্তিতে সেলাই মেশিন কিন্তে পারেন কিন্তু কিস্তিতে কিনলে দাম একটু বেশি পড়বে।হাতে টাকা থাকলে নগদ টাকা দিয়েই কেনা ভালো।কিন্তু হাতে টাকা না থাকলে কিস্তিতে কিন্তে পারেন।সিঙ্গার শোরুমে কিস্তিতে সেলাই মেশিন বিক্রি করে।অন্য মেশিনের শোরুমের কথা আমি ঠিক বলতে পারি না।আপনি সিঙ্গার সহ সব মেশিনের শোরুম গুলু পাবেন মিরপুরে।মিরপুর ১ গিয়ে সেলাই মেশিনের শোরুমের কথা জিজ্ঞেস করলেই যেকেউ দেকিয়ে দিবে।
বর্তমানে যেইসব অটো মেশিন গুলু বের হয়েছে এই গুলুর দাম একটু বেশি।মার্কেটে অটো মেশিন গুলু বর্তমান দাম রয়েছে ২৯-৩০ হাজার টাকার মত।কিন্তু নিদিষ্ট করে দামটা বলা যাচ্ছে না কারন এক এক কোম্পানির মেশিনের একেএক দাম এক এক শোরুমে একেএক দাম ।সব সময় দাম একটু বেশি হলেও একটু ভালো কোম্পানির মেশিন কেনার চেষ্টা করবেন।
সেলাই মেশিন কেনার উপায়
সেলাই মেশিন কেনার সময় ওয়ারেন্টি কার্ড সহ সব কিছু ঠিক মত আছে কিনা দেখে নিবেন।অটো মেশিন গুলুর ভিতরে ছোট বড় রয়েছে।তাই মেশিন কেনার সময় ছোট বড় দেখে কিনবেন।দোকানদার যেন বড় মেশিন দেখিয়ে আপনাকে ছোট মেশিন দিয়ে না দেয়।এবং তাদেরকে বলবেন আপনার বাড়িতে এসে সব কিছু সেটআপ করে দেওয়ার জন্য। অর্জিনাল মেশিন গুলুতে ভিতরের দিকে খোদায় করে কোম্পানি নাম লিখা থাকেে।
মেশিন চালানোর নিয়ম