কাপ্তান গলার ডিজাইন।কাপ্তান কলার জামার ডিজাইন।
![]() |
জামার ডিজাইন |
বিসমিল্লাহির রহমানির রহিম।
কাপ্তান গলা,নাইটি গলা এই গলা গুলু অনেকটা একই রকম।কাপ্তান গলা গুলু অনেক ভাবেই করা যায়।যেমন আমরা এই গলাটা দুই কালার কাপড় দিয়ে তৈরী করেছি।আপনারা চাইলে পুরোটা এক কালার কাপড় দিয়ে করতে পারেন।এছারাও এইটার গলার মাপটা ঠিক রাখার জন্য নিছে একটা পট্টি ধরা হয়েছে আপনারা চাইলে পট্টি ছারাও বানাতে পারেন।পুরোটা যদি এক কাপড় দিয়ে করা হয় তাহলে সময় অনেক কম লাগবে।
গলার ডিজাইন কাটিং ও সেলাই।
এই কাপ্তান গলা কাটিং ও সেলাই কারার জন্য আমরা প্রথমে নরমাল কামিজ কেটে নিবো।নরমাল জামা কাটার সময় শুধু ফুট'টা একটু বেশি বড় রাখবো। এটা আমরা বেশির ভাগ মানুষ জানি যেই সব জামায় কলার বা পিচনে কলারের মত হয় সেই জামা গুলুর ফুট বা কাধ একটু বড় রাখতে হয়।জামা কাটা শেষ হলে সোজা ভি করে গলা কাটিং করব। এবং গলার ডিপ বা নামানো একটু বেশি দিবো কাধ থেকে ১ ৩ ইঞ্চির মত। এবং গলার নিচের কোনাটা দের ইঞ্চির মত চরানো স্কয়ার রাখবো।
তারপর দের ইঞ্চির মত চওরা ৩৪ ইঞ্চির মত লম্বা করে দুই পার্ট কাপড় কেটে নিবো।দুইটা কাপড় এক সাথে জয়েন্ট করবো। কাপড়টা আইরন করে ভাজ দিয়ে নিবো।দুইটা কাপড় যেন হাফ ইঞ্চি করে থাকে এবং মোট পট্টিটার চওরা থাকবে ১ ইঞ্চির মত।সেলাইয়ের জন্য দুই সুতা পরিমান কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দিবো।গলার কলার পট্টিটা বানানো শেষ হলে সামনের পাট পিচনের পাটের সাথে জয়েন্ট করবো।গলার সাথে পট্টিটা লাগিয়ে নিবো।বাম পাশের গলার নিচের কোনা থেকে ধরে পিচন পার্ট গুরিয়ে ডান পাশের নিচের কোনায় এনে পট্টিটা লাগিয়ে শেষ করব।গলার পট্টিটা লাগানো শেষ হলে পট্টির লবে বা মেশিনের এক ফিট দূরে একটা সেলাই দিবো।
তারপর ৭ ইঙ্চির মত লম্বা ৪ ইঞ্চির মত চওরা করে একটা পট্টি বানাবো।দের ইঞ্চির মত চওরা করে দুই কালার কাপড় কেটে নিবো এবং কাপড় গুলু হাফ ইঞ্চি পরপর পট্টিটাতে সেলাই দিয়ে বসিয়ে নিবো।পট্টিটা বানানো শেষ হলে গলার মাপটা সাড়ে সাত ইঞ্চি রেখে পট্টিটা গলায় লাগিয়ে নিবো।আমি যেই ভাবে বলেছি আপনাদের যদি বুঝতে সমস্যা হয় তাহলে নিচে একটা ভিডিও দিয়ে দিয়েছি ভিডিওটা দুই তিনবার দেখে নিবেন তাহলেই সব কিছু সহজে বুঝতে পারবেন।
গলা কাটিং সেলাইয়ের ভিডিও