নতুন জামার গলার ডিজাইন কাটা ও সেলাই করার নিয়ম। new neck designs cutting and sewing.
![]() |
jamar neck design |
এই গলার ডিজাইনটা অনেকে মনে করা বাচ্ছাদের জন্য।কিন্তু না আসলে এই ধারনাটা সম্পুর্ন ভুল।এই গলার ডিজাইনটা সব জামায় ও সবাই ব্যবহার করতে পারবে।কিন্তু এই গলার ডিজাইন গুলু নরমাল জামায় ব্যবহার করার থেকে একটু দামি ও ভালো জামায় দিলে ভালো হয়।এই ডিজাইন গুলু করতে সময় লাগে এবং খুব ভালো একটা ডিজাইন।
জামার ডিজাইন কাটিং ও সেলাই।
এই ডিজাইন কাটিং ও সেলাই করারা জন্য আপনাকে প্রথমে নরমাল ভাবে জামাটা কাটিং করতে হবে।এবং জামা কাটিং করার সময় আমাদের জামা ফুট বা কাধটা একটু বেশি রাখতে হবে।এটা সাধারনত আমরা সবাই জানি যেসব জামা পিচনে কলার হয় সেই জামা গুলরু ফুট বা একটু বেশি রাখতে হয়।জামার গলাটা একদম সোজা করে বি গলা কাটিং করব আট ডিপ বা নামানো দিবো।![]() |
গলা কাটিং |
গলা কাটা শেষ হলে ৩২ লম্বা করে এক ইঞ্চি মত চওরা একটা পট্টি বানিয়ে নিবো।
পট্টির দুইটা মাথা যেন পাকা বা ভিতরের দিকে ভাজ দেওয়া থাকে।
পট্টিটা কাটার সময় আমরা যদি আড়াই ইঞ্চি চওরা করে কাটি তাহলে পট্টিটা বানানোর পরে ১ ইঙ্চির মতই থাকবে।তারপর আমরা শএক ইঙ্চি চওরা লম্বা করে অন্য একটা কাপড় কেটে নিবো কুচি দেওয়ার জন্য।
কুচির কাপড়টা একটা ভাজ দিয়ে নিবো।
এবার মেশিনের কাজ।
সামনের পাটের সাথে পিচনের পাট জয়েন্ট করে নিবো।কুচির কাপড়টাতে বেশি করে কুচি দিয়ে নিবো।![]() |
তারপর কুচি সহ পট্টিটা গলায় লাগিয়ে নিবো।গলার নিচের কোনার বাম পাশ থেকে ধরে গুরিয়ে এনে একবারে কাধ থেকে ১৪ ইঞ্চির মত গলার পট্টিটা নামিয়ে দিবো।
![]() |
golar design |
ডিজাইন করার ভিডিও
এই গলার ডিজাইনটা কুছি ছারাও সেলাই করা যায়।সাইডের কুচি গুল না দিলে সময় আরো অনেক কম লাগে।কুচি ছারাও এই গলার ডিজাইনটা করলেও অনেক ভালো লাগে।