ফ্রগের ডিজাইন।গোল জামার ডিজাইন।

ফ্রগের ডিজাইন।গোল জামার ডিজাইন।

জামার ডিজাইন।
 
বিসমিল্লাহির রহমানির রহিম।

এই ফ্রগ গুলু সব মেয়েরা পড়লেই মেয়েদের দেখতে  ভালোলাগে।এই ফ্রগ গুলু নিচের গেরটা উরফ দেওয়ার কারনে নিচের গের অনেক বেশি হয় ও অনেক ফুলে থাকে।এই ফ্রগ গুলু একটু লং পড়ে আবার অনেকে পায়ের নিচ পর্যন্ত লং দেয়।এই ফ্রগ গুলু সাধারনত সবাই জরজেট কাপড় দিয়ে তৈরী করে এবং নিচে লাইলিং ও ক্যানক্যান কাপড় দেয়।নিচে লাইলিং ও ক্যানক্যান কাপড় দিলে শরীরে পড়ার পরে অনেক সুন্দরভাবে ফুলে থাকে নিছের গেরটা

ক্যানক্যান কাপড় কি অনেকে চিনে না।ক্যানক্যান কাপড় হচ্ছে মশারির মত নেট জাতীয় কাপড়।ক্যানক্যান কাপড় দুই থেকে তিন ধরনের হয়।ক্যানক্যান কাপড় ফ্রগের নিছের গেরে দেওয়া হয় ফুলে থাকার জন্য। 

এই ফ্রগ তৈরি করতে সাধারনত সাড়ে তিন গজের মত কাপড় লাগে।এবং কাপড়ের বহর থাকতে হয় তিন থেকে সাড়ে তিন হাত বহর কাপড়ের বহর যত বেশি হয় নিচের গের তত বেশি হয়।সাধারনত এই জামায় হাফ বডি দিতে।১৪ থেকে সাড়ে ১৪ ইঞ্চি হাফ বডিটা রাখলেই হয়।হাফ বডিতে টিকেন দিতে হয়।
জামার কাটিং ভিডিও 

এই ফ্রগ গুলু সাধারনত অনেক ফিটিং পড়ে তাই এই ধরনের ফ্রগ গুলুতে পিচনে বা সাইডে চেইন দিতে হয়।সাইডে বা পিচনে চেইন না দিলে শরীরে গায় দেওয়ার সময় সমস্যা হয়।আমরা এই ফ্রগে যেই কলার দিয়েছি এই কলার দিলে জামায় চেন দিতেই হয়।

আমরা এই জামাটা হাতা চারা তৈরী করেছি।আপনারা এই জামায় হাতা দিয়ে তৈরী করতে পারেন।এই জামা গুলুতে অনেকে নেট বা শিফনের হাতাও দেয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url