কলার দেওয়া জামার নতুন ডিজাইন কাটা ও তৈরী করার নিয়ম।
![]() |
কলার নেক ডিজাইন |
আসসালামু আলাইকুম।
জামার ডিজাইন কলার গুলুর ভিতরে এই ডিজাইনটা খুব সহজ একটা ডিজাইন।এই জামার পিচনে চেইন দিতে হয় এবং কলারের কাটা অংশটা পিচন দিকে রাখতে হয়।এই জামার ডিজাইনটা অনেক ভাবেই তৈরী করা যায়।যেমন সামনের দিকে গলা দিয়ে তারপর কলার দেওয়া যায় আবার গোল করে গলা দিয়ে চিকন করে এক ইঞ্চি ফাঁকা ফাঁকা করে ফিতা দিয়ে তারপর কলার দেওয়া যায়।ফিতা ফিতা করে কলার দিয়ে যেই গলাটা তৈরী করা হয় এটাকে অনেকে জানালা গলা/মাকসা গলা বলে থাকে।
জামার নিউ কলার নেক ডিজাইন।
এই ধরনের কলার গুলুতে নরমাল কলারের থেকে সেইবটা একটু বেশি দিতে হয়।এই কলারের মাথাটা সোজা রাখতে হয়।কলারের মাথায় দুইটা হোক দিতে হয়।অনেকে কলার গুলু আইডিয়াতে দিয়ে দেয় কলার গুলু আইডিয়াতে না দিয়ে গলা থেকে কলারের মাফ নিয়ে মাফ মত কলার দিলে ভালো হয়।আইডিয়াতে দিলে অনেক সময় কলার গুলু কম বেশি হয়ে যায়।
গলা কাটিং ও সেলাই ভিডিও
এই গলার পিচনে চেইন না দিতে চাইলে হোক,টিপবোতাম বা লুববোতাম দিতে পারেন গলা দিয়ে মাথা ডুকানোর জন্য হোক, টিপবোতাম ও লুববোতামের থেকে চেইন দিলে অনেক ভালো হয়।
এই গলার ডিজাইনটাতে কলার ও চেইন চারা বারতি কোনো কাজ না থাকায় সময় অনেক কম লাগে।শুধু চেইন লাগানোর পরে কলারটা লাগিয়ে দিলেই গলার কাজ শেষ হয়ে যায়।