2024 নিউ জামার স্টাইলিশ মৌসুমি হাতার ডিজাইন।

হাতার ডিজাইন ২০২০ নিউ জামার,  স্টাইলিশ মৌসুমি হাতার ডিজাইন।

জামার এই হাতার ডিজাইন গুলুর অনেক কয়টা নাম রয়েছে যেমন প্লাজু হাতা,বেলবেট হাতা, মাইক হাতা ইত্যাদি নামে ডাকা হয়ে থাকে।জামার হাতার ডিজাইন,গলার ডিজাইন, জামার ডিজাইন এই গুলু বেশির ভাগ আসে ইন্ডিয়া থেকে।এই হাতার ডিজাইনটা খুবই সহজ ও সুন্দর একটি ডিজাইন।ইউটিবে এই ডিজাইনটা অল্প সময়ে মুটামুটি অনেক ভিউ পেয়েছে।এই ডিজাইন গুলু বর্তমানে মুটামুটি ভালোই জনপ্রিয় হয়ে উঠছে।

এই হাতার ডিজাইনটা অনেক ভাবেই করা যায়।হাতার যেই যায়গায় লেচ লাগানো হয়েছে সেখানে আপনারা চাইলে লেচ না দিয়ে পাইপিনও দিতে পারেন।এছারা হাতার মাঝখানে যেই জায়গা শো বোতাম লাগানো হয়েছে সেখানে মাঝখান দিয়ে পাইপিন দিয়ে তারপর সো বোতাম লাগাতে পারেন।হাতার মুখে ও কাটা অংশটাতেও পাইপিন দিয়ে দিতে পারেন।তাহলে জামার হাতার ডিজাইনটা আরও বেশি সুন্দর লাগবে।

এই হাতা গুলু সাধারনত বেশির ভাগ 3কোয়াটার সাইজের হয়ে থাকে।এই হাতাটা দুই পার্টের হয় উপরের অংশটা কুনি পর্যন্ত থাকে ১১-১২ এর ভিতরে থাকে আর বাকি টুকু নিচের লুজ অংশটা থাকে।আপনাদের যদি এই ডিজাইনটা তৈরী  করতে সমস্যা হয় তাহলে নিচে ভিডিওটা দেওয়া আছে দেখে নিবেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url