সালোয়ার ডিজাইন ও পেন্ট কাট পায়জামা ডিজাইন কুটিনাটি।
সালোয়ারের ডিজাইন গুুলুর ভিতরে এই রকম উপর থেকে ডিজাইন নিচ পর্যন্ত খুব কম সালোয়ারেই থাকে।সালোয়ার বা প্যান্ট সালোয়ার গুলির ভিতরে বেশির ভাগ শুধু পায়ের দিকে ডিজাইন করা হয়।এই ডিজাইনটা করা হয়েছে নরমাল সালোয়ারে আপনারা চাইলে প্যান্ট পায়জামায়ও এই ডিজাইনটা করতে পারেন।
এই সালোয়ারে ডিজাইনটা করা হয়েছে লুব দিয়ে।লুব গুলু একটু মোটা ও টাইট করে বানানো হয়েছে।এই ডিজাইনটা উপর থেকে নিচ পর্যন্ত না করে নিচে পায়ের দিকে ৫-৬ ইঞ্চি পরিমান করতে পারেন।এই ডিজাইনটার মত অনলাইনে আরও অনেক ডিজাইন পাবেন।