ছোট বাচ্ছা মেয়েদের নতুন জামার ডিজাইন ২০২৪
বড়দের থেকে বাচ্চাদের জামার ডিজাইন অনেক সুন্দর হয়।অনেকে বাচ্চাদের জন্য রেডিমেট জামা কিনে আবার অনেকে বানানো জামা ব্যবহার করে।বাচ্চাদের জন্য জামা বানানোর থেকে কেনায় অনেক ভালো।বাচ্চাদের কেনা জামা গুলুর মাঝে অনেক রকমের ডিজাইন থাকে এবং বানানো জামার থেকে খরচও অনেক কম পড়ে।
বাচ্চাদের জামা গুলু সব সময় একটু বড় কিন্তে হয় বা বানাতে হয় কারন বাচ্চাদের শরীর বারন্ত।গায়ের সেইম মাপে কিনলে বা তার থেকে একটু ছোট কিনলে কিছু দিন পর আর পরতে পারে না টাইট হয় এবং ছোট হয়ে যায়।বাচ্চাদের জামার পিচনের চেইন বা একটু কাটা দিতে হয় না হলে জামার গলা দিয়ে মাথা ডুকাতে সমস্যা হয়।বাচ্চাদের জামায় দাগ একটু বেশি লাগে নষ্ট হয়ে যায় তারাতারি কারন বাচ্চারা জামা কাপরের যত্ন বোঝে না।
https://www.neotericit.com/2022/10/2022-three-piece-design.html