পাইপিং দিয়ে জামার গলার ডিজাইন | বেষ্ট জামার গলার ডিজাইন পিক

পাইপিং দিয়ে জামার গলার ডিজাইন | বেষ্ট জামার গলার ডিজাইন  পিক।
আসসালামু আলাইকুম।

আমরা প্রতিদিন অনেক ধরনের জামার গলার ডিজাইন তৈরী করে থাকি।আপনারা ইন্টারনেটে শত শত জামার ডিজাইন পাবেন যা হয়তো শেয়ার করে থাকে আমাদেরই মত কোনো ওয়েবসাইট থেকে বা ইউটিউব চ্যানেল থেকে।আজকে এই গলার ডিজাইন টা আমরা পান গলার ভিতরে তৈরী করেছি। পান গলার ভিতরে এই গলার ডিজাইন গুলু অনেক পপুলার।ঢাকা শহরের ভিতরে যারা গলায় কোনো ডিজাইন ব্যবহার করে না তারা বেশির পান গলা ব্যবহার করে থাকে।

আমরা এই গলায় পাইপিনটা গলা সহ কোমর পর্যন্ত দিয়ে উপরে শো বোতাম দিয়ে দিয়েছি।এই ডিজাইন  গুলু আরও অনেক ভাবে করা যায়।সামনে পাইপিনের উপরে শোবোতাম না দিয়ে সামনে পাইপিন না করে শুধু সো বাতাম দেওয়া যায়।এছারা শোবাতামের যায়গায় লুব বোতামও দেয়া যায়।আবার যাদের ছোট বাচ্চা আছে তারা সামনে শোবোতাম বা লুব বোতাম না দিয়ে সামনে পাইপিন দিয়ে নিচে হোক দিয়ে দেয় বাচ্চাকে দুধ খাওয়ানোর জন্য।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url