মৌসুমি হাতার ডিজাইন কাটিং ও সেলাই ভিডিও।প্লাজু হাতা ডিজাইন।

নতুন হাতার ডিজাইন কাটিং ও সেলাই ভিডিও।প্লাজু হাতা ডিজাইন
সময়ের সাথে সাথে ডিজাইনেরও পরিবর্তন হচ্ছে ও নতুন নতুন আধুনিক ডিজাইন বের হচ্ছে।জামার ডিজাইন, হাতার ডিজাইন, পায়জামার ডিজাইন সব ধরনের ডিজাইনের অনেক ভিডিও প্রতিদিন সোশাল মিডিয়ায় আপলোড হচ্ছে। বর্তমানে সব ধরনের ডিজাইন আমরা খুব সহজেই অনলাইন থেকে দেখে নিতে পারি।এখানে এই পিকচারটা হচ্ছে মৌসুমি বা মাইক হাতার ডিজাইন। 

জামার হাতার ডিজাইন 

জামার হাতার ডিজাইন গুলুর ভিতরে বর্তমানে মৌসুমি হাতার ডিজাইন খুবই সুন্দর ও জনপ্রিয় একটি ডিজাইন। মৌসুমি হাতা ও প্লাজো হাতা অনেকটা একই রকম।এই হাতা সব ধরনের জামায় দেওয়া যায়। মৌসুমি হাতার কুনি বরাবর জয়েন্ট থাকে জয়েন্টের নিছের অংশে ১পার্ট ২পার্ট বা ৩পার্টও কাপর দেওয়া যায়। কুনি থেকে নিচে অংশটায় হচ্ছে প্লাজু হাতার মূল অংশ।মৌসুমি হাতার কুনি থেকে উপরের অংশেও অনেক ধরনের ডিজাইন  করা যায় যেমন চিরুনি ডিজাইন, মাকড়সা ডিজাইন, পাইপিং ও পুতি ডিজাইন। এইখানে এই পিকচারটাতে হাতা উপরের অংশে দুই পাশে পাইপিং দিয়ে মাঝখানে ফুতি বসানো হয়েছে। 
নতুন হাতার ডিজাইন কাটিং ও সেলাই ভিডিও।প্লাজু হাতা ডিজাইন

মৌসুমি বা প্লাজো হাতার নতুন ডিজাইন 


এছারাও মৌসুমি হাতা আরো বিভিন্ন ভাবে তৈরী করা যায়। মৌসুমি হাতার নিচের অংশের  পার্ট গুলুতে ২-৩ কালারের কাপর মিলিয়ে বসালে এই হাতা গুলু আরো অনেক ভালো লাগে। হাতার মুখে পিকু সেলাই দিতে হয়। পিকু সেলাই দিলে হাতার মুখটা ডেউ ডেউ হয়ে থাকে তখন এই হাতা গুলু দেখতে আরো বেশি ভালো লাগে।আর যদি পিকু মেশিন না থাকে তাহলে চিকন করে সেলাই দিয়ে দেওয়া যায়। এই হাতার মুখের অংশে অনেক বিশাল পরিমান লুজ থাকে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url