দর্জি কাজ কাটিং সেলাই ও সেলাই কাজ ভালোভাবে সেখার নিয়ম

দর্জি কাজ কাটিং, সেলাই গ্রামে ও শহরে

আসসালামু আলাইকুম।

বাংলাদেশে যারা শহরের ভিতরে সেলাই কাজ করে তাদের কাজের ধরন এক রকম আর যারা গ্রামে কাজ করে তাদের কাজের  ধরন আরেক রকম।যারা শহরে সেলাই  কাজ করে তাদের মাঝে কাপর কাটিং করার জন্য আলাদা কাটিং মাষ্টার থাকে এবং সেলাই করার জন্য আলাদা সেলাই কারিগর থাকে।শহরে কাজের ফিনিসিং অনেক বেশি ভালো হয় এবং কাজের ভিতরে ডিজাইন বেশি ব্যবহার করে থাকে।শহর অঞ্চল কাজে করা ঝামেলা হলেও শহরের কাজের ভিতরে অনেক ভালো রেট পাওয়া যায়।

গ্রামের সেলাই কাজ। 

 যারা গ্রামে সেলাই কাজ করে তারা নিজেরাই কাপর কাটিং করে ও নিজরাই সেলাই করে।কাজের ভিতরে ডিজাইনও কম থাকে ও বেশির ভাগ কাপর সুতি হয় তাই কাটিং ও সেলাই করতে সময় কম লাগে। গ্রামে টেইলার্স গুলুতে সালোয়ার কামিজের অর্ডার কম আসে কারণ গ্রামের ভিতরে অনেক মহিলারাই সেলাই কাজ করে। গ্রামে টেইলার্স গুলুতে পাঞ্জাবি, শার্ট ও পেন্টের অর্ডার বেশি পড়ে। এছারাও গ্রামে লেডিস কাজে রেট অনেক কম। গ্রামে যারা কাজ করে তারা শহরে টেইলার্স গুলুতে কাজ করতে পারে না।কারন শহরের কাজে পাইপিন,  ডিজাইন ও বেশির ভাগ কাপর জরজেট হয় এবং শহরের কাজের ধরন অন্য রকম।

সেলাই কাজ ও বিজনেস। 

শহর থেকে কেউ যদি গ্রামে এসে টেইলার্সের ব্যবসা করতে চাই তাহলে তাকে পাশাপাশি কাপর বা অন্য কোনোকিছু এড করতে হবে দোকানে বিক্রি করার জন্য। গ্রামে টেইলার্সের দোকানে অর্ডার আসে কম টেইলার্সে কাষ্টমার আসে কম। গ্রামে কাজ করতে চাইলে শার্ট এবং পাঞ্জাবী কাজ জানলে অনেক ভালো হয় কারণ গ্রামে শার্ট ও পাঞ্জাবির কাজ বেশি হয়।

শহর অঞ্চলের সেলাই কাজ। 

শহরের যারা সেলাই কাজ করে তারা কাজের প্রতি অনেক দক্ষতাশীল হতে হয় হয়। শহরে যারা সেলাই কাজ  করে তাদের শুধু সেলাই করতেই হয় কারন তারা বেশির ভাগই শুধু সেলাই করতে পারে কাপর কাটিং করতে পারে না। শহরে সব ধরনের কাজের মান অনেক বেশি ও অনেক ভালো রেট পাওয়া যায়।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url