নিউ মেক্সির নতুন ডিজাইন কাটিং এবং সেলাই ভিডিও ২০২৪
![]() |
mexi design |
মেক্সির ভিতরে খুব কম মানুষই ডিজাইন ব্যবহার করে। মেক্সি অনেক ধরনের হয়।যেমন গোল মেক্সি,ছয় ছাট মেক্সি, কলিদার মেক্সি। সব থেকে বেশি ব্যবহার করে বুকে কুচি দেওয়া গোল মেক্সি গুলু।যারা সাধারনত ফিটিং মেক্সি পরে তারা ৬ছাট কলি দেওয়া মেক্সি গুলু বেশি ব্যবহার করে।৬ছাট মেক্সি গুলুতে কলি তাকার কারনে অনেক সুন্দর ফিটিং হয় এং নিচের গের অনেক বেশি হয়।যারা ফ্রেগমেন্ট বা বাচ্চা হবে তারা সাধারনত বুকে কুচি দেওয়া গোল মেক্সি গুলু ব্যবহার। আর যাদের বাচ্চা আছে তারা যেই ধরনের মেক্সি পড়ুক না কেন সব মেক্সি গুলুতে বুকে চেইন ব্যবহার করে বাচ্চাকে যেন খুব সহজে বুকের দুধ খাওয়াতে পারে।
মেক্সির কাপড় | নতুন মেক্সি ডিজাইন।
মেক্সি বানানোর জন্য বেশি ব্যবহার করা হয়ে থাকে সুতি প্রীন্টের কাপর গুলু যেমন পাকিজা প্রিন্ট, বেক্সি প্রিন্ট এছারাও অনেক ধরনের প্রিন্টের কাপর রয়েছে।যারা মুটামুটি লম্বা তাদের মেক্সি বানানোর জন্য সাড়ে তিন গজের মত। যাদের লং কম এবং শর্ট হাতা মেক্সি ব্যবহার করে তাদের ৩ গজ ৪ গিরা কাপর দিয়ে মেক্সি হয়।এছারাও মেক্সিতে যদি থ্রীকোয়াটার হাতা বা ফুল হাতা দেওয়া হয় তাহলে কাপর একটু বেশি লাগে।মেক্সির ভিতরে তেমন কোনো ডিজাইন ব্যবহার করা হয় না।মাঝে মাঝে কিছু মেক্সির গলায় ও হাতায় টুকটাক ডিজাইন করা হয়।
অনেকে রাতে ঘুমানোর সময় মেক্সি বা নাইটী পড়ে ঘুমায়।মেক্সি লুজ থাকার কারনে রাতে মেক্সি পরে ঘুমাতে অনেক সুবিধা হয়।যেই সব মেয়েরা আনমেরিড বা বিবাহিত নয় তারা মেক্সি পরে না।ইসলামিক দৃষ্টি মহিলারা ঘরের ভিতরে পরিবারের সামনে লুজ এবং ফুল হাতা মেক্সি পড়বে।
মেক্সির নতুন ডিজাইন ও নতুন ডিজাইনের মেক্সির ব্যবহার।
রাতে ঘুমানোর জন্য মেক্সি ব্যবহার করা ছারাও যারা গর্ভবতী মহিলা রয়েছে তারা বেশির ভাগ মেক্সি ব্যবহার করে। মেক্সি পড়লে সব দিকে চলাফেরা করতে অনেক সুবিধা হয়।এছারাও যাদের ছোট বাচ্ছা আছে তাদের মেক্সি ব্যবহার করলে অনেকের বাচ্ছাকে বুকের দুধ খাওয়াতে অনেক সুবিধা হয়।যাদের ছোট বাচ্ছা আছে তাদের মেক্সি গুলুতে সামনে চেইন দিতে।